কবিতা -দৃষ্টিভ্রম

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ১৩ ২০১৯, ০৫:৫৮

দৃষ্টিভ্রম
লেখিকা-অন্তী দেব

কোনো এক পড়ন্ত বিকেলে কাঁশফুলের বনে উদাস হয়ে
অসংখ্য শব্দযোজন করে, কবিতার লাইন সাজাচ্ছিলাম।
হঠাৎ তুমি এসে পিঁছু থেকে আমার ডাকনাম না ধরে,
যেই আলতো স্পর্শ
করলে আমার কাঁধে।

তখন পৃথিবীর সমস্ত মাদকতাকে হারিয়ে দিয়ে
তোমার শ্রেষ্ঠ হাসিটি তখন হাসলে।
আমি তখন কেবল নির্বাক হয়ে তাঁকিয়েছিলাম তুমার দিকে।
তখন আকাশে সাদা মেঘের গায়ে
উড়ে যাওয়া বকগুলোকে আরো বেশি সাদা মনে হচ্ছিলো।
এ সব কিছুই সত্যি ছিলো
শুধু তুমিই ছিলে দৃষ্টিভ্রম।