কবিতা- আশ্রয়স্হল

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ১৭ ২০১৯, ১৬:৩৩

আশ্রয়স্হল
মনিরা নুসরাত ফারহা

ভালবাসার গভীর খাঁদে তৈরি একটা আশ্রয়স্হল দেয়ার ছিলো, খুব যত্নে গড়া একটি আশ্রয়স্হল।

খুঁজতে ছিলাম এক অভাগাকে, অনেক খুজেঁছি খুঁজেছি সিংহল সমুদ্রের পাড়ে, গোধুলী বেলায় সবুজে দোল খেলা মাঠে আরও যতদূরে দৃষ্টি যায়…

শুনেছিলাম, অভাগারা থাকে ছোট্ট কুঠিরে রেলস্টেশনে, বস্তি আর গভীর রাতে নিয়ন আলোদের সাথে রাস্তার ফুটপাতে, অতঃপর মুসাফির হয়ে খুঁজেছি, কিন্তু পাইনি।

অবশেষে বুঝতে পারলাম নিজের আশ্রয়স্হলের বড্ড প্রয়োজন পৃথিবীতে আমিই অভাগা।