কওমী মাদরাসা উন্নয়ন পরিষদের বৃত্তি পরিক্ষায় দারুল কোরআন মডেল মাদরাসার প্রথম স্থান লাভ

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ১৮ ২০২২, ০০:৪০

এম৷ এম আতিকুর রহমান বড়লেখা (মৌলভীবাজার)থেকে: মৌলভীবাজারের বড়লেখায় কওমী মাদরাসা উন্নয়ন পরিষদ এর আয়োজিত ১৩তম বৃত্তি পরিক্ষায় শতভাগ সাফল্য অর্জন করেছে বড়লেখা উপজেলার উত্তর চৌমুহনী চান্দগ্রাম রোডে অবস্থিত – দারুল কোরআন মডেল মাদরাসা। গত ১৩ মার্চ অনুষ্ঠিত পরিক্ষায় ৮ জন ছাত্র অংশ নিয়ে ৮ জনই কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। এর মাজে পুরো বোর্ডে ১ম স্বান অর্জন সহ সকলেই এ+ অর্জন করে।

দারুল কোরআন মডেল মাদরাসার কৃতি ছাত্ররা হলেন প্রথম স্থান অধিকারী কৃতি ছাত্র মোঃ মিনহাজুল হক।মোঃ মাছুম আহমদ মুমতাজ – এ+ মোঃ ইয়াহিয়া আহমদ মুমতাজ এ+ মোঃ আব্দুল কাইয়ুম মুমতাজ এ+ মোঃ আবিদ হোসেন আশরাফুল মুমতাজ এ+মোঃ আশরাফুল ইসলাম মুমতাজ এ+ মোঃ মহসীন আহমদ মুমতাজ এ+মোঃ তাহমিদ আল হামিম মুমতাজ এ+।কৃতিত্বপূর্ণ এ ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন মাদরাসার সহকারী পরিচালক এইচ.এম. সিফাত উল্লাহ।

এদিকে মাদরাসার এই ঈর্ষনীয় ফলাফল অব্যাহত রাখার জন্য সকল শিক্ষকরা সর্বদা পরিশ্রমী থাকবেন বলে সকলের দোয়া কামনা করেন মাদরাসার পরিচালক হাফিজ মাওলানা মখলিছুর রহমান।