ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নে একটি সাঁকো শত অভিশাপ

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ০৩ ২০২০, ০২:৫১

আহমদ মালিক,ওসমানীনগর:
সিলেট জেলার ওসমানীনগর উপজেলার ৩নং পশ্চিম পৈলনপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মোবারকপুর গ্রামের যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে সাঁকো। এযেন এলাকাবাসীর জন্য অভিশাপ, এই অভিশাপ থেকে এলাকাবাসী কবে মুক্তি পাবে তা কেউ জানেনা। এই সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করে মোবারকপুর গ্ৰামের প্রায় হাজার মানুষ। প্রতিদিন স্কুল কলেজের প্রায় ১৫০ জন ছাত্র-ছাত্রী যাথায়াত করে স্থানীয় সাদিপুর হাইস্কুল,গোয়ালাবাজার মহিলা কলেজ,তাজপুর ডিগ্রি কলেজ ও মৌলভীবাজার সরকারি কলেজে। হাট বাজার করার জন্য প্রতিদিন সাধারণ মানুষ যান সাদিপুর বাজার,ভাঙ্গাবাজার, শেরপুর বা গোয়ালাবাজার। গ্রামের কোন মানুষ হঠাৎ মারাত্মক কোন রুগে আক্রান্ত হলে বারো মাসই ভরসা নৌকা।
দেশ স্বাধীনের পর থেকে এই এলাকার জনপ্রতিনিধিরা ভোটের জন্য বার বার আসেন এবং রাস্তা করবেন,ব্রীজ করে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়ে গেলেও ভোট শেষে আর কেহ এই ব্যাপারে কোন উদ্যোগ নেননি।

এই এলাকার মানুষের প্রাণের দাবী সাঁকোর স্থানে স্থায়ী একটি ব্রীজ নির্মাণ করা। গ্রামবাসী এখনো অাশা করেন জনপ্রতিনিধিরা দ্রুত এ ব্যাপারে উদ্যোগ গ্রহন করে গ্রামবাসীর প্রাণের দাবি পূর্ণ করবেন।