ওসমানীনগরে জাতীয় পার্টির পৃথক পৃথক ইফতার মাহফিল অনুষ্ঠিত

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

এপ্রিল ১৭ ২০২২, ২৩:২৭

কে এম রায়হান::ওসমানীনগরে জাতীয় পার্টির দুই গ্রুপের পৃথক ইফতার মাহফিলের আয়োজন নিয়ে নেতা কর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। উভয় গ্রুপেই উপজেলা জাতীয় পার্টির ব্যানারে ইফতার মাহফিলের আয়োজন করেন। এতে তৃণমূল থেকে ইফতারে আসা কর্মীরা পৃথক ইফতারের আয়োজন দেখে হতভম্ব হয়ে যান।

আজ (১৭ এপ্রিল) রবিবার বিকালে উপজেলার গোয়ালাবাজারস্থ রাজ ভোজন পার্টি সেন্টারে উপজেলা জাতীয় পার্টির ব্যানারে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

উপজেলা জাতীয় পার্টির আহবায়ক সূফি মাহমুদ এর সভাপতিত্বে ও সদস্য সচীব সাবেক মেম্বার আমিরুল ইসলাম শিকদার এর সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক এমপি ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া, সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক আহবায়ক কুনু মিয়া, যুগ্ম আহবায়ক মোঃ হুমায়ুন কবীর চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান, উপজেলা জাপা নেতা ছিদ্দেক আলী, আশরাফ মিয়া সিরাজ, লুৎফুর রহমান ফয়ছল, নুরুজ্জামান চৌধুরী, মুজিবুর রহমান, তাজিদ বক্স লিমন, হরেশ চন্দ্র দাস, আসক আলী, দুদু মিয়া, নুর মিয়া, মিটন মিয়া, জামাল মিয়া, আফাজ উদ্দিন, আনফর আলী, ছৈয়দুল ইসলাম ছৈয়দ, মল্লিক মিয়া, বাছিউন চৌধুরী, আব্দুল কাদির, আব্দুল মন্নান।এদিকে একই সময়ে উপজেলার গোয়ালাবাজারস্থ শাহ্জালাল কমিউনিটি সেন্টারে উপজেলা জাতীয় পার্টির ব্যানারে আরেকটি ইফতার মাহফিলের আয়োজন করা হয়।উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আলহাজ্ব খালেক হোসেন গজনবীর সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মকবুল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান এর উপদেষ্ঠা আব্দুল্লাহ সিদ্দিকী, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন খালেদ, সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস শহিদ লস্কর বশির, জেলা পরিষদের সদস্য আশিক মিয়া, জাতীয় পার্টির উমরপুর ইউপি সভাপতি আজিজুর রহমান,সাদীপুর ইউপি আহবায়ক মুহিম আলী, পৈলনপুর ইউপি আহবায়ক শেখ আব্দুল মালিক, বুরুঙ্গা ইউপি আহবায়ক শামীম আহমদ, সদস্যসচীব আতিক আহমদ, উছমানপুর ইউপি সভাপতি আপ্তাব আলী, সাধারণ সম্পাদক ইছরাব আলী, দয়ামীর ইউপি সভাপতি তেরাব আলী, সাধারণ সম্পাদক নেছাওর আলী, উপজেলা জাপা নেতা ডাঃ ফারুক আহমদ, আব্দুল হক, আব্দুল গফুর, আসক আলী, আব্দুল মুমিন, আব্দুল গফুর, আব্দুল মনির, আতাউর রহমান, আসক আলী, মনর আলী, আছাব আলী, আনোয়ার আলী, পায়েল মিয়া, আব্দুস শহীদ, মুকিদ মিয়া, মায়াদ আলী, ঝুনু মিয়া, সুমন পদ আচার্য্য, ছামির আলী, আব্দুল জলিল, আব্দুল মুমিন, আলা উদ্দিন, লোকমান মিয়া, জালাল উদ্দিন, রুবেল মিয়া, আব্দুল হাই, মোজাহিদ আলী, রুমেল আহমদ প্রমূখ।

পৃথক ইফতার মাহফিল প্রসঙ্গে উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক মকবুল হোসেন বলেন, আমরা তৃনমূল কর্মীদের দ্বারা নির্বাচিত নেতৃবৃন্দকে নিয়ে স্থানীয় একনায়কতন্ত্রের প্রতিবাদে পৃথক কর্মসূচীর আয়োজন করেছি। পার্টির প্রতিষ্টাতা সাবেক প্রেসিডেন্ট মরহুম এরশাদ স্যারের রুহের মাগফেরাত কামনায় আমাদের এ দোয়া ও ইফতারের আয়োজন করা হয়।

সাবেক সংসদ সদস্য এহিয়া চৌধুরী বলেন, দলের ভিতরে মত বিরোধ থাকতে পারে। আজ যুব সংহতি এবং জাতীয় পার্টির পৃথক দু’টি ইফতার হয়েছে। ইফতার আরো হবে, এতে কোন সমস্যা নেই।