ওসমানীনগরে আলোর মশাল নিয়ে আসছে দারুল আজহার মডেল মাদরাসা

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ২১ ২০১৯, ০৬:২৬

একুশে জার্নাল ডেস্ক: সময়োপযোগী ও ভারসাম্যপূর্ণ ইসলামী শিক্ষার প্রতি ক্রমেই আগ্রহ বাড়ছে সমাজে। তাই বাড়ছে দেশের বিভিন্ন এলাকায় দারুল আজহারের ক্যাম্পাসের চাহিদা।

জেনারেল আতাউল গনী ওসমানীর জন্মভুমি সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে শুরু হচ্ছে দারুল আজহারে মডেল মাদরাসার আরেকটি নতুন ক্যাম্পাস। দারুল আজহার ফাউন্ডেশন থেকে গতকাল এই নতুন ক্যাম্পাসের অনুমোদন নিশ্চিত করা হয়েছে।

সংবাদটি সচেতন গার্ডিয়ানদের মাঝে উদ্দিপনা নিয়ে এসেছে। বিষয়টি ১ দিনের মধ্যেই ঐ এলাকার আলোচনার টপিকে পরিণত হয়েছে। মাদরাসার যোগ্য ইনচার্য পরিচিত মুখ, দায়ী’ ও সমাজকর্মী মিনহাজ উদ্দিন মিলাদ ও তার একটি এনার্জেটিক টিম নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন পুরোদমে। ওসমানীনগরের ওলামায়ে কেরামও এ সংবাদে তাদের রেযা ও সন্তুষ্টি প্রকাশ করেছেন।
আমাদের প্রত্যাশা, পরীক্ষা পাশ আর জিপিএ প্রাপ্তির বর্তমান হিড়িকযুগে ঐ এলাকার শিশুদের মেধা বিকাশেরও একটি দরোজা খুলে দেবে এ ক্যাম্পাস।
আমরা চাই, আলোকিত হোক দেশ। আলোকিত হোক সমাজ।