এবার সমন্বিত ভর্তি পরীক্ষা প্রত্যাখান করলো জাবি

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ফেব্রুয়ারি ২৫ ২০২০, ১৮:৩৬

সমন্বিত ভর্তি পরীক্ষায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরগর বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিষদের (একাডেমিক কাউন্সিল) জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

উপাচার্য ফারজানা ইসলাম বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্বায়ত্বশাষিত প্রতিষ্ঠান । তাই নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি কার্যক্রম চালিয়ে যাবে। এছাড়া সমন্বিত ভর্তি পরিক্ষায় শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে।তাই একাডেমিক কাউন্সিল সভায় সর্বসম্মতিক্রমে এ সিন্ধান্ত নেওয়া হয়েছে।

উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নূরুল আলম বলেন, কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার ধারণাটি অস্পষ্ট হওয়ায় এতে অংশ নেবে না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মেই পরবর্তী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি ইউজিসির সভায় দেশের ১২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা সমন্বিত ভর্তি পরিক্ষায় যাওয়ার সিন্ধান্ত নেয়। এতে সায়ত্বশাষিত এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা শিক্ষা পরিষদ ও সিন্ডিকেটে আলোচনা করে সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছিলেন।