এক টাকায় বাফেট লাঞ্চ – (বিদ্যানন্দ)

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ১৪ ২০১৯, ০৯:৫১

একটার পর একটা মুরগীর পিস নিয়েই যাচ্ছে পথশিশুটি। পাশের মেয়েটি দখল নিয়েছে মাছের ঝাল ফ্রাইয়ের ডিশে। সাথে দাঁড়ানো স্বেচ্ছাসেবকটি মিটমিট করে হাসছে, বাঁধা দেয়ার পরিবর্তে উল্টা সাহস দিচ্ছে ইচ্ছামতো নেয়ার জন্য। হতে পারে প্লেটের খাবারগুলো এই ছোট ছোট বাবুরা শেষ করতে পারবে না, তবুও নিক না আজকের জন্য। একদিনের জন্য খাবার প্লেটটি পূর্ণ হোক তাঁর প্রিয় সব মেন্যুতে।

খাবার স্বাদ নাকি চোখ দিয়েই প্রথমে নেয়া হয়। আর ছিন্নমূল শিশুরা কি আদৌ চোখের তৃপ্তি মেটাতে পেরেছে? তাই আমরা তাঁদের অফুরন্ত খেতে না পারার আফসোসটা কাঁটাতে চেয়েছি, আর চেয়েছি তাঁদের অনুপ্রানিত করতে, আহারের মাঝে স্বাধীনতার স্বাদ দিতে।

আমাদের এই উদ্ভট আইডিয় হয়তো অনেকের পছন্দ হবে না, তবুও নিজেদের স্বপ্নগুলো পূরণ করতে চাই এই বাংলাদেশে।

[কমন কমেন্টের উত্তর নিচে দেয়া হলো –

স্থায়ী কিছু করেন – ৪ এতিমখানা আর এক ডজন স্কুলে হাজারের উপর শিশুকে জীবন পরিবর্তনের জন্য প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

আর্থিকভাবে স্বাবলম্বী করেন – শতাধিক দরিদ্র মানুষের আয়ের উৎস করে দিয়েছে এই প্রতিষ্ঠান

স্বচ্ছতার গ্যারান্টি কি – দেশের একমাত্র স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিসেবে আমরাই শুধু এক্সটার্নাল অডিট করিয়ে থাকি ]