এই নির্বাচন ‘প্রহসনের নির্বাচন’ -ই আ বা

একুশে জার্নাল

একুশে জার্নাল

ডিসেম্বর ৩০ ২০১৮, ০৪:৩১

 

একাদশ জাতীয় নির্বাচন একটি প্রহসনের নির্বাচন হতে যাচ্ছে বলে মন্তব্য করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তাদের দাবি, ক্ষমতাসীন দল, নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মিলে একটি সাজানো নির্বাচনের পরিকল্পনা করছে।

শনিবার (২৯ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জমা দেওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন দলটির যুগ্ম মহাসচিব হেমায়েত উদ্দিন। তার অভিযোগ, পুলিশ এবং আওয়ামী লীগের বাধার কারণে পোলিং এজেন্ট নিয়োগ করতে পারছে না ইশা আন্দোলন।

নির্বাচনী প্রচারণায় বাধার পাশাপাশি বিভিন্ন জায়গায় তাদের প্রার্থীদের সরে যাওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে জানান তিনি।

হেমায়েত উদ্দিন বলেন, কোনও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত না থাকা সত্বেও দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। আমাদের নেতা-কর্মীদের ‘জামাত-শিবির’ আখ্যা দিচ্ছে পুলিশ।

অভিযোগ করে তিনি আরও বলেন, নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে ব্যর্থ হয়েছে। আর এখন পর্যন্ত সেরকম কোনও সম্ভাবনাও দেখা যাচ্ছে না।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন দলের নেতা ইমতিয়াজ আলম এবং এম আবুল কাশেম।