উৎসবমুখর পরিবেশে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনের ভোট গ্রহণ চলছে

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ফেব্রুয়ারি ২৩ ২০২০, ১৪:৪৩

এহসান বিন মুজাহির: ব্যাপক-উৎসাহ, উদ্দীপনা এবং উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন ২০২০ চলছে। রবিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে সকাল ১১টা পর্যন্ত ভোট গ্রহণ চলছে।

নির্বাচন কমিশনার, প্রিজাইডিং অফিসারের দায়িত্ব শিক্ষার্থীরাই পালন করছে। তৃতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা এ নির্বাচনে ভোট প্রদান করছে।

নির্বাচনে নিরাপত্তা ও শৃঙ্খলার জন্য শিক্ষার্থীরাই আনসার ও পুলিশের দায়িত্ব পালন করছে।

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনে সাতটি পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণি থেকে সাতজন প্রার্থী জয়ী হবে।

প্রিজাইডিং অফিসার (৫ম শ্রেণির ছাত্রী) নুসরাত জাহান মায়মুনা জানায় এ পর্যন্ত তার ভোট কেন্দ্রে (কেন্দ্র :১) ভোট কাস্ট হয়েছে ২৩টি।

নির্বাচন কমিশনার (৫ম শ্রেণির ছাত্র) আব্দুস সুবহান হৃদয় জানায় দুইটি ভোট কেন্দ্রে সসকাল সাড়ে ১১টা পর্যন্ত মোট ভোট কাস্ট হয়েছে ৪১টি।

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল সাংবাদিক ও লেখক এহসান বিন মুজাহির জানান-শিশুদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ সৃষ্টির লক্ষে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতো শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলেও এই নির্বাচন চলছে।