ঈদ নাকি শোক? নবীজির আমল কী ছিল?

একুশে জার্নাল

একুশে জার্নাল

নভেম্বর ১৭ ২০১৮, ১৩:২৪

শায়খুল হাদীস হুসাইন আহমদ বাহুবলী: নবী‌জির শুভ জন্ম তা‌রিখ নি‌য়ে ০৮/১২/২০ সহ বহুমত পাওয়া যায়। কিন্তু, ই‌ন্তেকাল তা‌রিখ যে ১২ ই র‌বিউল অাউয়াল এ‌তে কা‌রো দ্বিমত নেই। সুতরাং ১২ র‌বিউল অাউয়াল যদি পালন কর‌তেই হয় তাহ‌লে সেটা কি দিবস হ‌ওয়া যু‌ক্তি সঙ্গত ?

জন্ম/ ঈদ দিবস ? ই‌ন্তেকাল/ শোক দিবস ?
১২ ই র‌বিউল অাউয়ালে নবী‌জির অামল কি ছিল ?
দু‌নিয়া জুড়া প্র‌সিদ্ধ হাদী‌সের কিতাব মিশকাতুল মাসাবীহ এর ১৭৯ নং পৃষ্টায় মুস‌লিম শরী‌ফের রেফা‌রে‌ন্সে ব‌র্ণিত হাদীস

عن ابي قتادة رض قال سؤل رسول الله صلي الله عليه وسلم عن صوم الاثنين فقال فيه ولدت وفيه انزل علي رواه مسلم مشكواة ١٧٩

সোমবা‌রে নবী‌জির রোযা রাখার কারণ জিজ্ঞাসা করা হ‌লে নবী‌জি ব‌লেন,
সে দিন অা‌মি জন্মগ্রহন ক‌রে‌ছি ও সে দিন অামার উপর ওহী অবতরন শুরু হ‌য়ে‌ছিল।
বুঝা‌ গেল নবী‌জি নিজ জন্ম‌দি‌নের অামল নির্ধারন ক‌রে‌ছি‌লেন রোযা রাখা।
অামরা জা‌নি বছ‌রে পাঁচ‌ দিন রোযা রাখা হারাম । ঈদুল ফিতর, ঈদুল অযহা ও পরবর্তী অা‌রো তিন দিন।

এবা‌রে ফলাফল কি দাড়ালো ?
নবীজ‌ন্মের দিন‌কে ঈদ বল‌লে স্বয়ং নবী‌জির রোযা রাখা হারাম! বল‌তে হয় (নাউযু‌বিল্লাহ)
অপর‌দি‌কে নবী‌জির রোযা রাখা স‌ঠিক হ‌লে সে দিন‌কে ঈদ বলা যা‌বে ন‌া ।
তাই বলুন কিছ‌ু লো‌কের ঈদ স‌ঠিক ? না‌কি নবী‌জির রোযা স‌ঠিক ?

-হুসাইন আহমাদ বাহুবলী
লেখক,শায়খুল হাদিস,