ঈদে ঘরমুখো মানুষের অসহায়ত্ব দেখার কেউ নাই।

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুন ০১ ২০১৯, ০১:০৭

রায়হান ফারুকঃ

সাধারণত যাঁরা বাসে চলাচল করে এদের সিংহভাগই হচ্ছে মধ্যবিত্তপরিবারের লোকজন।

তাদের তো আর ভিআইপিদের মতো প্রাইভেট গাড়ী নাই তাঁরা ইচ্ছে মতো যাতায়াত করতে পারবে।
যাঁরা প্রাইভেট গাড়ীতে চলাফেরা করে তাঁরা বাস কাউন্টারের নির্যাতন বুঝার কথা বুঝবেনা।

ঢাকা শহরে প্রতিটা বাস কাউন্টারে যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া নিচ্ছে এবং ভালো সার্ভিস না দিয়ে তাদেরকে উল্টো হয়রানির শিকার হতে হচ্ছে মালামাল নিয়ে এবং গাড়ীর সময় বলে কখন আসবে তাঁরা সময় দিয়েও সঠিক সময় গাড়ী ছাড়ছেনা। একসময় যখন যাত্রীদের মধ্যে বিরক্ত শুরু হয় তখন কাউন্টার থেকে তাঁরা বলে আমাদের কিছু করার নাই মালিকানা গাড়ী সমস্যা হবেই, রাস্তায় আটকা আছে, এইতো আসতেছে আর একটু।
এমন অসহ্য যন্ত্রণার মধ্যে দিয়ে মানুষ এবারের ঈদের আনন্দ ভাগাভাগি করবে তাদের পরিবারের সাথে।

অতিরিক্ত ভাড়াসহ সাধারণ মানুষের সার্ভিস নিশ্চিত করার জন্য সরকারের সকল উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়ন হোক এটা প্রতিটা ঘরমুখো মানুষের চাওয়া।