ঈদগাঁওতে বৈদ্যুতিক খুটিতে আগুন: আতংকে লোকজন 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

সেপ্টেম্বর ১৭ ২০২০, ১৯:৩৮

কায়সার হামিদ মানিক,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজার সদরে ঈদগাঁওতে বৈদ্যুতিক খুটিতে আগুন লেগেছে। মুহুর্তের মধ্যে আতংকিত হয়ে পড়েছে লোকজন।

১৭ই সেম্পেম্বর সন্ধ্যা ৬টায় ঈদগাঁও বাজারে হাই স্কুল গেইট সংলগ্ন ত্রিমুখী পয়েন্টে এশিয়া ফার্মেসীর সামনে এক বৈদ্যুতিক খুটির উপরেই হঠাৎ অগ্নিকান্ড সংগঠিত হয়। মুহুর্তের মধ্য বিদ্যুৎ বন্ধ করে দেয়া হয় বাজার এলাকায়। এটি প্রায় আধঘন্টার ও বেশি সময় ধরে স্থায়ী ছিল। পরে স্থানীয় লোকজন বালি ও পানি দিয়ে কোন মতে আগুন নিয়ন্ত্রনে আনে। বাজারের ব্যবসায়ী ও পথচারীদের মাঝে আতংক দেখা দিয়েছিল।

উল্লেখ্য,ঈদগাঁও বাজার ও স্টেশনসহ নানাস্থানে বৈদ্যুতিক খুটিতে এলোমেলো তার ঝুলে আছে। সংশ্লিষ্ট কতৃপক্ষের নেই তদারকি। যার ফলে, বিভিন্ন সময়ে বৈদ্যুতিক শর্টসাকির্টে অগ্নিদূূঘটনা ঘটার আশংকা প্রকাশ করেন বাজারবাসী।