ইসলামী শিক্ষার প্রসারে মাদ্রাসা প্রতিষ্ঠার প্রয়োজন অপরিহার্য; প্রফেসর হামীদুর রহমান

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জানুয়ারি ১৮ ২০১৯, ১৬:২৩

আধ্যাত্মিক ব্যক্তিত্ব শায়খ আবরারুল হক রহ.এর বিশিষ্ট খলীফা বুয়েটের সাবেক প্রফেসর হামীদুর রহমান বলেন,ইসলামী শিক্ষার প্রচার-প্রসার ও আদর্শ নাগরিক সৃষ্টির লক্ষ্যে দ্বীনি মাদ্রাসা প্রতিষ্ঠার প্রয়োজন অপরিহার্য।কুরআন-হাদী­সের শিক্ষা ও আদর্শে ছেলে-মেয়েদের শিক্ষিত করে গড়ে তুলতে হবে।নৈতিক মূল্যবোধসম্পন্ন আলোকিত মানুষ তৈরি করতে ইসলামী শিক্ষার বিকল্প নেই।জাতীয় শিক্ষা ব্যবস্থায় ইসলামী শিক্ষাকে আরো সম্প্রসারণ করতে হবে।
সিলেট নগরীর পীর মহল্লায় পরিকল্পনাধীন জামিআতুল আবরারের জন্য ওয়াকফকৃত জায়গা পরিদর্শন ও দোআ মাহফিলে ২০ জানুয়ারী শুক্রবার তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
পরিকল্পনাধীন মাদ্রাসার দায়িত্বশীল মাওলানা সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজারের মুহাদ্দিস মুফতী শিব্বির আহমদের উপস্থাপনায় উপস্থিত ছিলেন,জামেয়া কাসিমুল দরগাহ মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুন নূর সদরঘাটী,মাওলানা সাঈদুর রহমান জালালপুরী,ইঞ্জিনিয়ার­ মাসউদুর রহমান,বুয়েট প্রফেসর লুৎফুর কবির,২২নং ওয়ার্ড কাউন্সিলর সালেহ আহমদ সেলিম,মাওলানা ইসলাম উদ্দিন,মাওলানা আখলাক আহমদ প্রমুখ।