ইরানের বিরুদ্ধে আরবদের একাট্টা হওয়ার আহ্বান সৌদি আরবের

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুন ০১ ২০১৯, ০১:১০

আবির আবরার:
পারস্য উপসাগর অঞ্চলে ইরানের বাড়াবাড়ি রুখতে
আরব বিশ্বকে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।

পারস্য উপসাগরে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) উপকূলের কাছে দুইটি তেলের ট্যাঙ্কারে হামলার ঘটনার পর সৌদি আরব এ আহ্বান জানাল।

আরব দেশগুলোর এক জরুরি সম্মেলনে সৌদি বাদশাহ এ আহ্বান জানান। তিনি বলেন, “এ অঞ্চলে ইরানের কর্মকাণ্ডের বিরুদ্ধে দৃঢ় কোনো পদক্ষেপ না নেওয়ার কারণে আজ আমরা তাদের বাড় বেড়ে যেতে দেখছি।”

ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র উন্নয়ন সক্ষমতা এবং বিশ্বে তেল সরবরাহ নিয়ে তাদের হুমকি এ অঞ্চলের পাশাপাশি বিশ্বের নিরাপত্তার জন্য একটি ঝুঁকি হয়ে আছে বলে সালমান মন্তব্য করেন।

গত ১৩ মে পারস্য উপসাগরে সৌদি আরবের দুইটি তেলের ট্যাঙ্কার ‘অন্তর্ঘাতমূলক হামলার শিকার’ হওয়ার কথা জানিয়েছিলেন সৌদি আরবের জ্বালানি মন্ত্রী খালিদ আল ফালিহ।

এ হামলার জন্য সৌদি আরব এবং যুক্তরাষ্ট্র উভয়ই ইরানকে দায়ী করেছে। তবে ইরান এ অভিযোগ অস্বীকার করেছে।

ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের স্বাক্ষরিত ২০১৫ সালের পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র নিজেদের সরিয়ে নেয়ার পর থেকে উপসাগরীয় অঞ্চলজুড়ে উত্তেজনা বেড়ে চলেছে।

নৌযানের যাতায়াতের নিরাপত্তা নিশ্চিত করতে ও মার্কিন বাহিনীর প্রতি ইরানের কাছ থেকে পাওয়া ‘সুস্পষ্ট হুমকি’ মোকাবেলায় যুক্তরাষ্ট্র সম্প্রতি ওই অঞ্চলে অতিরিক্ত যুদ্ধজাহাজ মোতায়েন করেছে।