ইরানজুড়ে মার্কিনবিরোধী শোভাযাত্রা

একুশে জার্নাল

একুশে জার্নাল

মে ১১ ২০১৯, ১২:৫২

দপরমাণু সমঝোতা (জেসিপিওএ) থেকে আমেরিকার বের হয়ে যাওয়াকে কেন্দ্র করে তেহরান যে ব্যবস্থা নিয়েছে তার সমর্থনে গতকাল শুক্রবার গোটা ইরানে গণজমায়েত ও শোভাযাত্রা হয়েছে।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ (এসএনএসসি) গত বুধবার এ ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে। আর ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি এসএনএসসির পদক্ষেপের বিষয়টি ঘোষণা করেছেন।

পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে আমেরিকা বের হয়ে যাওয়ার এক বছরের মাথায় ওই পদক্ষেপ নেয়ার ঘোষণা দেয় ইরান। সমৃদ্ধ ইউরেনিয়াম ও ভারী পানি বিক্রি করা থেকে বিরত থাকাসহ পরমাণু সমঝোতার আরও কিছু প্রতিশ্রুতি না মানা হবে বলে ঘোষণা করেছে ইরান।

ইরানি গণমাধ্যম বলছে, তেহরানে জুম্মার নামাজের পর গণমানুষের শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে দেয়া বিবৃতিতে ইরানের এ সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়। পাশাপাশি ইরানের বিরুদ্ধে উস্কানিমূলক আর কোনো পদক্ষেপ নেয়ার ব্যাপারে আমেরিকাকে হুঁশিয়ার করে দেয়া হয়।

এ ছাড়া পরমাণু সমঝোতা থেকে পুরোপুরি বের হয়ে যাওয়ার জন্যও ইরানের প্রতি আহ্বান জানানো হয় বিবৃতিতে।