ইব্রাহিম হাসান হৃদয়’এর ছড়া ”সয়ে গেছে”

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ৩০ ২০১৯, ২০:১৫

 অন্যায় দেখে আগের মত

 লাগেনা আর গায়ে,

 ভীতুর মত পালিয়ে আসি

 এখন দ্রুত পায়ে।

 ভয় লাগে তাই সত্য কথা

 কেমন করে বলি,

 তাইতো এসব সয়ে এখন

 চুপটি মেরে চলি।

 জুলুম দেখে এখন আমি

 বন্ধ রাখি চোখ,

 অসহায়ের মৃত্যু দেখেই জানাই শুধু শোক।

 তাইতো এখন চারিদিকে

 রাজ্য চলে পাপের,

 আমি শুধু চলছি সয়ে

 বলছি পরিতাপের।

 ভুলে গেছি প্রতিবাদে আজ

 হাত দুখানি বাড়াতে। জুলুমবাজের করতে পতন

 সাহস নিয়ে দাঁড়াতে।