ইজতেমা বর্জনের আহবান জানালেন কাজী আমীন

একুশে জার্নাল

একুশে জার্নাল

ফেব্রুয়ারি ০৬ ২০১৯, ০৮:২২

কিব বাংলার প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক মাওঃ কাজী আমিনুল ইসলাম বলেন, এবার উলামা তলাবাদের উচিৎ সাংবাদিক সম্মেলন করে নিরাপত্তার সার্থে এজতেমা বর্জন করা। আর তাতে উম্মার কল্যাণ রয়েছে।

প্রকাশ্যে মিডিয়ার সামনে আলেম উলামা তালেবে ইলেমদের নিরাপত্তার জন্যে এই এজতেমাকে বর্জন করাটাই বুদ্ধিমানের কাজ হবে। একসাথে সারা দেশের প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে এজতেমায় অংশগ্রহণ না করার ফয়সালা শুনিয়ে দেয়া উত্তম হবে।

কেননা বিপথগামী সাদ পন্থীদের কাছে ইসলাম ও আলেম উলামা তালেবে ইলেমরা নিরাপদ নয়। তারা এজতেমার সময় ছাত্র, আলেমেদ্বীনদের উপর হামলা করার ব্যাপারে উগ্রপন্থী ভুমিকায় থাকবে। তারা এখনো তওবা বা প্রকাশ্যে ক্ষমা চায়নি। তারা তাদের ভ্রান্তমত পরিহার করেনি। এমন কি ১ ডিসেম্বর ছাত্র শিক্ষকদের উপর বর্বরোচিত হামলা করে অগণিত দ্বীনের দায়ীকে আহত ও নিহত করেছে। এর জন্য তারা বিন্দুমাত্র অনুতপ্ত ও না।

আলেমেদ্বীন ও ছাত্রসমাজের উদ্দেস্যে কাজী আমি আরো বলেন, সা’দপন্থীদ ভ্রান্ত মতবাদে বিশ্বাসি বেদাতিদের কাছে আলেমেসমাজ,ছাত্রসমাজ,ও সা’দকে বর্জনকারী সাধারণ মানুষ ও নিরাপদ নয়।