আশুলিয়ায় বিড়ি শিল্পে শুল্ক বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুন ১৫ ২০২০, ০১:২৪

মোঃইয়াসিন, সাভার(ঢাকা) প্রতিনিধি: আশুলিয়ায় দেশীয় তামাকজাত পন্য বিড়ির উপর ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে বিড়ি শিল্পের সাথে জড়িত শ্রমিক ও কর্মচারীরা।

রবিবার (১৪ জুন) দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল সংলগ্ন আশুলিয়া প্রেসক্লাব সাম্মুখে বিড়ির শুল্ক বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশে বিড়ি শ্রমিক ও কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া আন্দোলনরত কর্মীরা বলেন, ২০২০/২১ অর্থবছরের বাজেটে প্রতি প্যাকেট বিড়ির শুল্ক ৪ টাকা ও প্রতি প্যাকেট সিগারেটে ২ টাকা বৃদ্ধি করায় বৈষম্যমূলক ট্যাক্স নীতি প্রকাশ পেয়েছে।

অভিযোগের প্রেক্ষিতে তারা আরও বলেন, বিদেশী প্রতিষ্ঠানকে সুবিধা দিতেই দেশীয় বিড়ি শিল্পকে ধ্বংসের ষড়যন্ত্র করা হয়েছে। যা বিড়ি শিল্পের জন্য হুমকি স্বরূপ। এর ফলে এই শিল্প বন্ধ হওয়ার উপক্রমের দিকে যাচ্ছে,সাথে জড়িত লাখ লাখ শ্রমিক কর্মসংস্থান হারিয়ে অনাহারে দিন কাটাবে।

তাই ভারতের ন্যায় বিড়ি শিল্প সুরক্ষা আইন প্রণয়ন ও বিড়ি শ্রমিকদের বিকল্প কর্মসংস্থান তৈরি না করে এই শিল্পকে বন্ধ না করারও দাবী জানান মানববন্ধনে অংশ নেওয়া শ্রমিকেরা।