আল-ফারুক কুরআন প্রশিক্ষণ বোর্ড বাংলাদেশ -এর সমাপনী দারস অনুষ্ঠিত

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

এপ্রিল ২৮ ২০২২, ০৩:৫৬

আল-ফারুক কুরআন প্রশিক্ষণ বোর্ড বাংলাদেশ -এর সমাপনী দারস ও সনদ জামাতের বিদায়ী অনুষ্ঠান জামিআ’ ফারুক্বিয়্যাহ সিলেটে (১২১ পশ্চিম কাজলশাহ, বাগবাড়ি,সিলেট)বোর্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাফিজ মাওলানা ক্বারী আব্দুল মতিন আছিরগঞ্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

২৩ রমজান ২৭ এপ্রিল বিকালে সমাপনী দারস ও বিদায়ী ছাত্রদের নসিহত করে বোর্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শায়খুল কুররা হাফিজ মাওলানা ক্বারী আব্দুল মতিন আছিরগঞ্জী বলেন,মহিমান্বিত রমজানুল মুবারকে কুরআন নাজিলের মাসে তোমরা মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ গ্রহণ করেছ।কুরআন পড়ার কায়দা-কানুন জেনেছ।সে অনুযায়ী তোমাদেরকে বিশুদ্ধ কুরআন তেলাওয়াতের প্রচেষ্টা সারা জীবন চালিয়ে যেতে হবে। কুরআন-সুন্নাহ’র আলোকে মানব জীবনে বিশুদ্ধ কুরআন তেলাওয়াতের গুরুত্ব অপরিসীম।আল্লাহ তাআ’লা কুরআনুল কারিমে বলেছেন, ‘তোমরা তারতীল অর্থাৎ তাজবীদ সহকারে কুরআন তেলাওয়াত করো’। হাদীস শরিফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,‘ তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো,যে কুরআন শিক্ষা করে ও অন্যকে শিক্ষা দেয়’। কুরআন-হাদীস থেকে এ কথা প্রমাণিত যে, প্রত্যেক মুমিনের জীবনে সহি-শুদ্ধভাবে কুরআন তেলাওয়াত করা আবশ্যক।তাই সবাইকে কুরআন তেলাওয়াতের প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।

আল-ফারুক কুরআন প্রশিক্ষণ বোর্ডের প্রধান কেন্দ্র জামিআ’ ফারুক্বিয়্যাহ সিলেটের সিনিয়র ক্বারী মুফতী সৈয়দ নাছির উদ্দীন আহমদের পরিচালনায় বিদায়ী অনুষ্ঠানে বক্তব্য রাখেন,প্রধান কেন্দ্রের সিনিয়র ক্বারী মুফতী মুহাম্মদ মাহবুবুল হক,সিনিয়র ক্বারী মাওলানা রায়হান উদ্দিন,মাওলানা হোসাইন আহমদ,মাওলানা ক্বারী সামছুল ইসলাম, মাওলানা ক্বারী জাহিদ হাসান চৌধুরী।

আরো উপস্থিত ছিলেন, মাওলানা সৈয়দ আসআদ আহমদ, মাওলানা আব্দুল বারী, হাফিজ গোলাম কিবরিয়া,মাওলানা ক্বারী মনির হোসাইন,হাফিজ মুশাররফ হোসেন,ক্বারী হোসাইন আহমদ, ক্বারী সজিবুর রহমান,ক্বারী আব্দুস সামাদ,ক্বারী জাকারিয়া আহমদ প্রমুখ।