আল্লামা আহমদ শফীর জানাযায় হাটহাজারীবাসীর মানবতা

একুশে জার্নাল

একুশে জার্নাল

সেপ্টেম্বর ২০ ২০২০, ২৩:৫৭

জাকারিয়া নোমান ফয়জী

গতকালের (আল্লামা শাহ আহমদ শফী দা.বা. এর) জানাযায় হাটহাজারী বাসী দেখিয়েছে অসম্ভব মানবতা। রাস্তায় রাস্তায় করেছে শরবতের আয়োজন। বিস্কুট, কলা, ডাব, জুস, সবজি পেটিস দ্বারা আপ্যায়ন করেছে হাজার হাজার মানুষকে।

অন্তত ১৫ লাখ মানুষ শরিক হয়েছেন উক্ত যানাযায়। সৃষ্টি হয় যানজট, প্রায় দশ মাইল এলাকায় দেখা দেয় খাদ্য সংকট। হোটেল রেষ্টুরেন্ট ছিলো খাদ্য শুন্য। দেখা দেয় পানির অভাব।

এলাকায় এলাকায় প্রায় সব মসজিদ খুলে দেয়। বিভিন্ন মসজিদ ভিত্তিক আয়োজন করা হয় দুপুরের খাবার। হাটহাজারীতে ১৯ যায়গায় হয় দুপুরের খাবারের ব্যবস্থা।

তবে কতিপয় মসজিদের ভুমিকায় আমরা হতাশ‌ও হয়েছি, যার সংখ্যা নগণ্য।

সুতরাং একথা বলতেই হবে যে, হাটহাজারীবাসী দেখিয়েছে মানবতা কাকে বলে। হাটহাজারী শুধু ইসলামি রাষ্ট্র নয় বরং মানবতার রাষ্ট্রও।