আবারো এনআরবি ডে উদযাপনের ঘোষনা জালালাবাদ প্রবাসী কল্যান পরিষদ ইউকের

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুন ০৬ ২০১৮, ০০:৩৯

একুশে জার্নাল লন্ডন: বাংলাদেশের সাথে মিলিয়ে আগামী ৩০ ডিসেম্বর আবারো নন রেসিডেন্স বাংলাদেশী (এনআরবি) ডে উদযাপনের ঘোষনা দিয়েছে জালালাবাদ প্রবাসী কল্যান পরিষদ ইউকে। এতে প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরা হবে। অনুষ্ঠানে আমন্ত্রন জানানো হবে বিলেত প্রবাসী ছাড়াও বিভিন্ন সামাজিক ও কমিউনিটি সংগঠনের প্রতিনিধিদের।
সোমবার পূর্ব লন্ডনের ইম্প্রেশন ইভেন্ট ভ্যানুতে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে সংগঠনের নেতৃবৃন্দ এ তথ্য জানান। সংগঠনের সভাপতি আশিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মঈন উদ্দিন আনসার ও সহ সাধারণ সম্পাদক জাকির হোসেনের যৌথ পরিচালণায় শুরুতে কোরান থেকে তিলাওয়াত করেন মাওলানা আনিসুর রহমান। অনুষ্ঠানের শুরুতে সভাপতি আশিকুর রহমান সংগঠনের বর্তমান ও ভবিষ্যত কর্ম পরিকল্পনা তুলে ধরেন। মেম্বারশিপ সেক্রেটারি কাজী বাবর সংগঠনের নতুন সদস্যদের স্বাগত জানিয়ে এক্সিকিউটিভ মেম্বারশিপ কার্ড বিতরন করেন। জয়েন্ট মেম্বারশিপ সেক্রেটারি ফয়সল আলম নতুন জেনারেল মেম্বারদের হাতে মেম্বারশিপ কার্ড তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থি ছিলেন সিনিয়র ভাইস চেয়ার জাহাঙ্গির খান, ভাইস চেয়ার মানিকুর রহমান, কাউন্সিলার আয়শা চৌধুরী, ট্রেজারার আব্দুল হালিম চৌধুরী, ইন্টারন্যাশনাল এ্যাফেয়ার্স সেক্রেটারী শাহ মুনিম, অরগাইজিং সেক্রেটারী জয়নাল খান, কালচারাল সেক্রেটারী সুহেল আহমেদ, অফিস সেক্রেটারী মারফত মিয়া, এডুকেশন সেক্রেটালী ওবায়দুর রহমান জাহেদ, ইসি মেম্বার জামাল উদ্দিন, আহাদ কবির, জাহিন মিয়া, জেনারেল মেম্বার নাজির আলী, শাহ আলম,উসমান গনি, সালিক মিয়া, জাহাঙ্গির আলম, শামিম আহমদ, আবু মিয়া, আলম শেখসহ আরো অনেকে।
অনুষ্টানের শেষ অংশে প্রেস এবং মিডিয়া বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ আনিসুর রহমান ইসলামে সামাজিক কাজের গুরুত্বের উপর আলোচনা ও দোয়া পরিচালনা করেন। ইফতার শেষে সিনিয়র ভাইস চেয়ার জাহাঙ্গী খাঁন অনুষ্টানের সমাপ্তি ঘোষনা করেন।