আবারো আফরোজা আব্বাসের গনসংযোগে হামলা

একুশে জার্নাল

একুশে জার্নাল

ডিসেম্বর ২৩ ২০১৮, ১০:৩২

আবারো আফরোজা আব্বাসের গণসংযোগে হামলা চালানো হয়েছে। আজ দুপুর ১টার দিকে মুগদা এলাকায় এই হামলা করা হয়।এই হামলায় স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ জড়িত বলে অভিযোগ করা হচ্ছে। হামলায় নারী ও সাংবাদিকসহ অন্তত: ৫০ জন আহত হয়েছেন। এরমধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। এ ঘটনার পর গণসংযোগ বন্ধ করে বাসায় ফিরে গেছেন আফরোজা আব্বাস।

দুপুর ১২টায় শাহজাহান পুরের নিজ বাসা থেকে নেতাকর্মীদের নিয়ে মিছিল নিয়ে মহিলাদল সভানেত্রী ও ধানের শীষের প্রার্থী আফরোজা আব্বাস গণসংযোগে বের হন। মিছিলটি মুগদা এবং মান্ডা হয়ে মানিকনগর মোড়ে পৌঁছালে স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা চুন্ডা বাবুর নেতাকর্মীরা পেছন থেকে হামলা করে।

এ ঘটনায় হায়দার আলী নামে একজন ফটো সাংবাদিক মারাত্মক আহত হয়েছেন।

হামলাকারীরা তার ক্যামেরা ছিনিয়ে নেয়। একইসঙ্গে তাকে মাটিতে ফেলে উপর্যুপরি লাথি মারতে থাকে। তারা লাঠি দিয়ে বেধড়ক পেটায় এই ফটো সাংবাদিককে। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।

হামলায় সাংবাদিক ছাড়া আরো ৫০ জন আহত হয়েছেন।