আবদুল হাই ইদ্রিছী’র সমসাময়িক ছড়া ‘প্রিয়ার বিচার হোক’

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুলাই ২৪ ২০১৯, ১৮:০২

সাম্প্রদায়িক সম্প্রীতিতে

সোনার বাংলাদেশ,

বিশ্ব জুড়া খ্যাতি নিয়ে

ভালই আছে বেশ।

প্রিয়া সাহা বললো যাহা

ট্রাম্পের কাছে ভাই,

কথার ভেতর এক জার্ রা

সত্য কোথাও নাই।

.

প্রিয়া সাহার দেশদ্রোহিতা

ষড়যন্ত্রে আজ,

দেশপ্রেমীদের মনের ভেতর

লাগছে ভীষণ লাজ।

.

দেশটা এখন কুচক্রীদের

হইছে দাবার ছক,

ঘুঁটি হয়ে প্রিয়ারা তাই

করছে যে বক বক।

.

দেশের মরণ আনতে প্রিয়া

কাটছে দেখে কূপ

পারছে না আর দেশপ্রেমীরা

থাকতে বসে চুপ।

প্রতিবাদ আর ধিক্কারে তাই

বইছে এখন ঝড়,

ধর্ম-বর্ণ নেই ভেদাভেদ

ছাড়ছে সবাই ঘর।

চাড়ালেরা ভাড়ায় গিয়ে

করুক না দুর্নাম,

সম্প্রীতিতে থাকবো মোরা

রাখবো দেশের দাম।

ভালোবাসার উষ্ণ ছোঁয়ায়

সকল ধর্মের লোক,

যেমন আছি থাকবো তেমন

প্রিয়ার বিচার হোক।