আফগান নিয়ে ভীতি নয়

একুশে জার্নাল

একুশে জার্নাল

আগস্ট ২২ ২০২১, ১২:৫৮

আবুল কাসেম আদিল:

আফগানিস্তানে ছাত্ররা যে বিজয়ী শক্তি, এটা তো স্পষ্ট। বিজয়ী শক্তি হওয়া সত্ত্বেও পরাজিত শক্তির প্রতিনিধিদের থেকে প্রতিশোধ তো নেয়ই নি, উপরন্তু তাদের সঙ্গে নিয়মিত বৈঠক করে চলেছে। এরপরও ইসলামী প্রগতিশীলদের ভীতির কী কারণ থাকতে পারে?

বিশ বছর যুদ্ধ করার পরে প্রতিপক্ষ যোদ্ধাদের সঙ্গে যে সৌহার্দপূর্ণ আচরণ তারা করে চলেছে, এ থেকে ভীতির চেয়ে আশা-ই বেশি জাগার কথা। উল্টোটা হওয়ার কারণ কী?

যুদ্ধশেষে বিজয়ী যোদ্ধারা বিজিত এলাকায় সাধারণত কী ধরনের আচরণ করে? এ ব্যাপারে পৃথিবীর ইতিহাস কী বলে? পরিবর্তিত আফগানিস্তানে তার সিঁকিভাগও কি দেখা গেছে? যতটুকু সহিংসতার খবর ‘পশ্চিমা মিডিয়া’ মারফত জানা গেছে, এটুকু সহিংসতা বাংলাদেশে বিএনপিকে হারিয়ে আওয়ামীলীগ ক্ষমতায় গেলে এবং আওয়ামীলীগকে হারিয়ে বিএনপি ক্ষমতায় গেলেও হয়। সুষ্ঠু নির্বাচনের পরেও হয়।

যারা বিশ বছর সারা পৃথিবীর সঙ্গে যুদ্ধ করে টিকে আছে, তাদেরকে আমাদের কাছ থেকে রাজনৈতিক সবক নিতে হবে না। অভিজ্ঞতার মধ্য দিয়ে তারা প্রচুর শিখেছে।