আপনার প্রতিবেশী করোনায় আক্রান্ত শুনলে কী করবেন?

একুশে জার্নাল

একুশে জার্নাল

মে ১৭ ২০২০, ২২:২৫

ডা. রিফাত আল মাজিদ, হেলথ রিপোর্টার, একুশে জার্নাল ডটকম: সারা বিশ্বের মতো বাংলাদেশেও বেড়ে চলেছে করোনা ভাইরাস সংক্রমিত রোগীর সংখ্যা। এমতাবস্থায় আপনার প্রতিবেশী করোনায় আক্রান্ত শুনলে কি করবেন?

১. অস্থির বা উদ্বিগ্ন হবেন না। খেয়াল করবেন, তিনি সচেতন কিনা। অযথা তাকে বিরক্ত করবেন না।

২। যদি অসচেতন হয়, তবে আইসোলেশন বা হোম কোয়ারেন্টাইনে থাকতে অনুরোধ করবেন।

৩. প্রয়োজনে নিকটবর্তী হাসপাতাল বা স্থানীয় প্রশাসনের সহযোগিতা নিন।

৪. আপনি যদি সচেতন নাগরিক হন, তবে নিজে থেকেই আইসোলোশন বা হোম কোয়ারেন্টাইনে থাকবেন।

৫। বাড়ীতে আইসোলেশন বা হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির খোঁজ খবর রাখুন।

৬। তার খাবার লাগবে কিনা, প্রয়োজনে তাকে এসব সরবরাহ করুন, যেন তার বাইরে যেতে না হয়।

৭. করোনা মানেই মৃত্যু নয়, করোনা থেকে সুস্থতার হার ৯৮%। সুস্থতার পর তার সাথে আপনার সমাজব্যবস্থা গড়ে উঠবে, তাই দায়িত্বশীল আচরণ করুন।

৮. করোনা আক্রান্ত রোগী ঘরে আবদ্ধ থাকলে এই রোগ সমাজে বা প্রতিবেশির মাঝে ছড়াবে না।

৯. রোগীর মৃত দেহ থেকে রোগ ছড়ায় না। কেননা তার দেহ থেকে কোন রস নিঃসরণ হয় না।

তাই আসুন, আতংকিত না হয়ে প্রতিবেশীর পাশে দাঁড়াই। বিপদে তাকে সাহায্য করি, সাধ্যমত। নিজেরা সাবধান থাকি, অন্যকেও সাবধান করি ও ঝুঁকি মুক্ত রাখি। সর্বোপরি চিকিৎসকের পরামর্শ ও স্বাস্থ্যবিধি মেনে চলি।