আজ থেকে হাটহাজারীতে শুরু হয়েছে বাংলা বাড়ির ২২ তম ব্যাচ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ২৪ ২০১৯, ১৪:০২

হাবীব আনওয়ার

শুদ্ধ বলি, শুদ্ধ লিখি, কর্ম তৎপর হই। এই প্রতিপদ্যকে সামনে রেখে মা’হাদুল লুগাহ ওয়াদ দাওয়াহ (ভাষা ও দাওয়াহ ইনস্টিটিউট) এর অধীনে প্রমিত উচ্চারণ, ভাষা-সাহিত্য ও সাংবাদিকতার সমন্বিত প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠান “বাংলা বাড়ি”র ২২তম ব্যাচ আজ ২৪ জুন সোমবার শুরু হয়েছে।

চট্টগ্রাম হাটহাজারী নূর মসজিদের দক্ষিণ বিল্ডিং, বিআরবি অফিসের ২য় তলায় বাংলা বাড়ির অস্থায়ী কার্যালয়ে প্রশিক্ষণ শুরু হয়।

মাতৃভাষায় ইসলাম চর্চা, বিশুদ্ধ ভাষায় ইসলামের দাওয়াত এবং মিডিয়ায় নিজেদের উপস্থিতি সুদৃঢ় করতে মাসব্যাপী এই কোর্সের আয়োজন করা হয় বলে জানিয়েছেন, বাংলা বাড়ি’র পরিচালক ও প্রশিক্ষক, আলোকিত মিডায়ার নির্বাহী সম্পাদক মাও. ইশতিয়াক সিদ্দিকী।

প্রতিদিন সকাল ৬-৮টা ও সন্ধ্যা ৭-৯টা মোট দু’টি প্রয়া ৫০ জন মাদরাসা শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।

আজ থেকে শুরু হওয়া কোর্স চলবে ২২ জুলাই পর্যন্ত। এবং ২৫ জুলাই থেকে ২৩ তম ব্যাচ শুরু হবে।