আগামীকাল সোমবার থেকে বালাগঞ্জ বাজারে বসছে স্থায়ী গরু ছাগলের হাট

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ১৫ ২০২০, ২১:০৩

বালাগঞ্জ প্রতিনিধি :
বালাগঞ্জ বাজার বণিক সমিতির তত্বাবধানে বালাগঞ্জ বাজারস্থ পুরাতন পরিত্যক্ত ইউনিয়ন অফিসে বসছে স্থায়ী গরু ছাগলের হাট।সপ্তাহে ২ দিন সোম ও বৃহস্পতিবার এই হাট বসবে।

গত সোমবার ৯ মার্চ বিকালে বালাগঞ্জ বাজারস্থ মদন মোহন মার্কেট প্রাঙ্গণে এক মতবিনিময় সভায় বালাগঞ্জ বাজারের সার্বিক উন্নয়নের স্বার্থে গরু ছাগলের হাট স্থাপন সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়।

বালাগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি মো: জুনেদ মিয়া ও সাধারণ সম্পাদক কাওছার আহমদ কওছর ও সমিতির সংশ্লিষ্টরা জানান, ক্রেতা বিক্রেতার সুবিধার্থে নির্ধারিত মূল্যের চেয়ে তুলনামূলক ভাবে কম মুল্যে অর্থাৎ প্রতিটা গরু প্রতি ৩০০ টাকা এবং ছাগল প্রতি ৫০ টাকা করে টোল আদায় ধার্য্য করা হয়েছে।

এছাড়া বাজারে আসা ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা দেওয়ার জন্য নিজস্ব পাহারাদারের পাশাপাশি পর্যাপ্ত আলোকসজ্জার ব্যবস্থা থাকবে।