আগামীকাল আলো আসবেই -রিজভী

একুশে জার্নাল

একুশে জার্নাল

ডিসেম্বর ২৯ ২০১৮, ১১:০১

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচন ঘিরে চলছে বিরামহীন পুলিশি হয়রারি, মামলা ও গ্রেফতার। তবু ভোটার ও ধানের শীষের সমর্থকদের দলের পক্ষ থেকে আহ্বান জানাব-আগামীকাল আলো আসবেই।

তিনি বলেন, আজ রাত পোহালেই নির্বাচন। ইতিমধ্যে দেশের বিভিন্ন এলাকায় জনগণ অগণতান্ত্রিক শক্তি দুর্বৃত্তদের প্রতিরোধ করা শুরু করেছে। জনগণের শক্তির কাছে দুর্বৃত্তরা পরাজিত হবেই-এটিই ইতিহাসের শিক্ষা।

শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, বিস্তৃত বাংলার কুটিরে, নদীর ঘাটে, ধানের ক্ষেতে, বটের ছায়ায়, শহরের বুকে, নির্জন প্রান্তরে, পদ্মার চরে, মেঘনা-যমুনা-করতোয়া-ধলেশ্বরীর টেউয়ের চূড়ায় সর্বত্রই ধানের শীষের প্রতিচ্ছবি দেখা যায়।

‘সুতরাং এই ধানের শীষের প্রতীক স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক। নিপীড়িত মানুষের প্রতীক, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতীক, আবেগ ও প্রত্যাশার প্রতীক, শান্তি-উন্নয়ন ও অগ্রগতির প্রতীক, দুঃশাসন থেকে মুক্তির প্রতীক।’