আইনের শাসন না থাকায় প্রকাশ্যে বরগুনায় হত্যাকাণ্ড -সাদ সাইফুল্লাহ মাদানী

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুন ২৭ ২০১৯, ১৮:৩৭

বরগুনায় প্রকাশ্য দিবালোকে শত শত লোকের উপস্থিতিতে স্ত্রীর সামনে যুবক শাহ নেয়াজ রিফাত শরীফকে কুপিয়ে হত্যার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তাবলীগ বার্তা সম্পাদক, আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব, সাদ সাইফুল্লাহ মাদানী।

বিবৃতিতে বলেন, দেশের আইনের শাসনের অভাব বলেই বরগুনায় এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে। ফলে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে কুপিয়ে হত্যা!
নরপিশাচদের শক্তির উৎস কোথায়?
পৈশাচিকতার চরম পর্যায়ে পৌঁছে গেছে সমাজ।

বৃহস্পতিবার গণমাধ্যমে প্রেরিতে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। তারা বলেন, আইনের শাসন না থাকায় দেশব্যাপী এক ভয়ঙ্কর অরাজক পরিস্থিতি বিদ্যমান। প্রতিদিন নানা ঘটনায় মানুষ হত্যার পাশাপাশি নারী ও শিশু নির্যাতন এখন মহামারি আকার ধারণ করেছে। সুষ্ঠু বিচার ব্যবস্থার অভাব এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার কারণে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রটি বর্তমানে এক ভয়ংকর রাষ্ট্রে পরিণত হয়েছে। মানবতা ও মানবিক মূল্যবোধের অভাবে দেশের মানুষ সর্বদা এক অজানা আশঙ্কায় আতঙ্কিত জীবন অতিবাহিত করছে।

অবিলম্বে শাহ নেয়াজ রিফাত শরীফ হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন ও প্রকৃত অপরাধীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।