অস্ত্রের জোরে সরকার দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে: ফখরুল

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

আগস্ট ১৩ ২০২০, ১৯:০৩

গত ১০ বছরে তিন হাজার মানুষ পুলিশ ও র‌্যাবের এর হাতে বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ভার্চুয়াল ব্রিফিংয়ে বিচারবহির্ভূত হত্যাকান্ড নিয়ে কথা বলেন মির্জা ফখরুল।

সেখানে মেজর সিনহাসহ সকল বিচারবহির্ভূত হত্যাকান্ডের বিচার বিএনপি চায় বলে জানান তিনি। বলেন, সিনহা হত্যার প্রতিবাদে মানুষ সরব হওয়ায় তার পরিবার সাহস পাচ্ছে। কিন্তু অধিকাংশ পরিবার অভিযোগ জানানোরও সাহস পায় না; সেখানে বিচারের আশা করা তো দুঃস্বপ্ন।

বিএনপি মহাসচিব বলেন, ক্রসফায়ারের ঘটনা সাজানো নাটক, ঠাণ্ডা মাথায় হত্যা ও সরকারকে টিকিয়ে রাখার অবৈধ পন্থা। দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে বিচারবহির্ভূত সব হত্যাকান্ডের বিচার সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, সরকার অস্ত্রের জোরে ক্ষমতায় থেকে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে।