অবশেষে ভয়াবহ স্মৃতি নিয়ে ফিরলো ট্রেনটি

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ২৫ ২০১৯, ০০:৪৩

ভয়াবহ স্মৃতি নিয়ে ঢাকায় ফিরলেন সিলেটে দুর্ঘটনার শিকার ট্রেনের যাত্রীরা। যে বগিগুলো খাদে পড়েছিল সেই যাত্রীরা ছাড়াও প্রতিটি বগিতেই আচমকা ঝাঁকিতে আহত হয়েছেন অন্য যাত্রীরাও। এদিকে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন হাজার হাজার যাত্রী।

শেষ পর্যন্ত ট্রেনটি এলো কমলাপুরে। কিন্তু সাথে নিয়ে এল দুঃস্বহ স্মৃতি আর ভয়াবহ দুর্ঘটনার অভিজ্ঞতা।

সাতটি বগি নিয়ে সকাল পৌনে ১০টায় যখন ট্রেন থেকে নামছিলেন যাত্রীরা তখন তাদের চোখেমুখে ছিলো ভয় আর মৃত্যু দুয়ার থেকে ফিরে আসার আতঙ্ক।

একজন যাত্রী বলেন, ‘আমি ভেবেছিলাম ওটাই আমার শেষ দিন। আমার বাচ্চাকাচ্চার জন্য খুবই খারাপ লাগছিলো।’

কেউই ভাবতে পারেননি যে তারা আবার বেঁচে ফিরবেন। এমন জীবন ফিরে পাওয়া স্মৃতি, এই মানুষগুলো, এক জীবনে ভুলবেন কি করে?

রোববার রাতের দুর্ঘটনার পর ওই রুটে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুর সেতুর রেলিং ভেঙে এমনিতেই মঙ্গলবার থেকে ওই রুটের সড়কে বন্ধ রয়েছে দুরপাল্লার বাস চলাচল। সে কারণে যাত্রীচাপ ছিল রেলপথে। ট্রেন দুর্ঘটনা মরার উপর খাড়ার ঘা নিয়ে হাজির হয়েছে ওই পথের হাজার হাজার যাত্রীর ভাগ্যে।

এদিকে অনেকেরই অভিযোগ, টিকিট ফিরিয়ে নিলেও পুরো টাকা দিচ্ছে না কাউন্টার কর্তৃপক্ষ।

লাইন মেরামতের আগে ট্রেন চলাচল শুরু হচ্ছে না বলে জানিয়েছেন স্টেশন ম্যানেজার। প্রতিদিন ঢাকা টু সিলেট ও সিলেট টু ঢাকা রুটে চলে অন্তত ৮টি ট্রেন।