অবশেষে বি.বাড়িয়া ‘তাবলিগী মারকায’ আলেমদের হাতে ফিরিয়ে দিলো প্রশাসন

একুশে জার্নাল

একুশে জার্নাল

নভেম্বর ১০ ২০১৮, ১৫:৫১

গাজী আশরাফ আজহার: বি.বাড়িয়া কওমী মাদরাসা ছাত্রদের আন্দোলন দাবীর মুখে আজ শনিবার বাদ মাগরিব স্থানীয় প্রশাসন বি.বাড়িয়া তাবলীগী মারকাযকে আলেমদের হাতে তুলে দেয়া হয়। এসময় প্রশাসন কর্মকর্তা ডিসি ছাড়াও উপস্থিত ছিলেম,মুফতি মুবারকুল্লাহ,শায়খ সাজিদুর রহমান,মুফতি আব্দুর রহিম কাসেমী প্রমুখ।

উল্লেখ্য, গত শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া মার্কাজ মসজিদে আলেম উলামা ও তাবলীগের সাথীদের জোড় চলাকালে মার্কাজ মসজিদে পরিকল্পিতভাবে হামলা করে রক্তাক্ত করেছেন সাআ’দ অনুসারীরা। এসময় হামলায় আহত হয়েছেন ১০জন তাবলীগের সাথী ও মাদরাসার ছাত্ররা।

সা’দপন্থী হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে শনিবার সকাল থেকে চলছে ব্রাহ্মণবাড়িয়া শহর অবরোধ। অবরোধকারীদের দাবি যতদিন পর্যন্ত না মানা হবে ততদিন আন্দোলন অব্যাহত থাকবে বলে জানা গেছে।
সেই দাবী অনুযায়ী আজ শনিবার মাগরিবের পর বাই বাড়িয়া তাবলীগী মারকাজকে কওমী আলেমদের হাতে তুলে দেয় স্থানীয় প্রশাসন।

প্রশাসন ও আলেমদের সমন্বয়ে ব্রাক্ষ্মনবাড়িয়া তাবলিগ বিষয়ে যেসব সিদ্ধান্ত নেয়া হয়।

১.হামলার অভিযুক্ত সা’দপন্থী গ্রুপের নেতা আনিসকে গ্রেপ্তার করা হবে।
২.মাদরাসা ছাত্রদের উপর এই সন্ত্রাসী হামলার সহযোগিতার অভিযোগের তীর যার দিকে, সদর সার্কেল অফিসার তার অপসারণের ব্যপারে বিবেচনা করবে।

৩. এখন থেকে তাবলিগী মার্কাজে শুধু বৃহঃবার উলামায়ে কেরাম ও ৭জন সুরা থেকে ৬জনের পরামর্শে শবগুজারী ও যাবতীয় আমল চলবে।