অবতরণের সময় তিন টুকরো হলো বিমান, নিহত ১

একুশে জার্নাল

একুশে জার্নাল

ফেব্রুয়ারি ০৬ ২০২০, ১০:৪৬

তুরস্কের পেগাসাস এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান ইস্তাম্বুলের ‘সাবিহা গকচিন’ বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে তিন টুকরো হয়ে গেছে। এ ঘটনায় বিমানটির এক যাত্রী নিহত ও ১৫৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে নয় জনের অবস্থা আশঙ্কাজনক।

বোয়িং ৭৩৭ মডেলের বিমানটি ১৭১ যাত্রী ও ছয় ক্রু নিয়ে তুরস্কের ইজমির শহর থেকে আকাশে উড়েছিল। প্রচণ্ড বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ার মধ্যে বাতাসের গতির দিকে অবতরণ করতে গিয়ে বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে।

ইস্তাম্বুলের গভর্নর জানিয়েছেন, আহত যাত্রীদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাতের এ দুর্ঘটনার পর সাবিহা বিমানবন্দরের সব ফ্লাইটের ওঠানামা স্থগিত রাখা হয়। বিমানটির ২০ যাত্রী ছিলেন বিদেশি। নিহত ব্যক্তি তুরস্কের নাগরিক।