অফিস-আদালতে কালেমার পতাকা উত্তোলনের নির্দেশ জারি করেছে আফগান সরকার

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ২১ ২০২২, ২৩:১৮

দীর্ঘ বিশ বছরের যুদ্ধে মার্কিনীদের পরাজিত করে নিজেদের স্বাধীনতা পুনরুদ্ধার করেছে তালেবান। দলটি ক্ষমতায় আসার পর থেকেই ইসলামি হুকুমত কায়েমের প্রতি বিশেষ ভূমিকা রেখে চলেছে। সামাজিক নিরাপত্তা ও মানুষের পূর্ণ অধিকার প্রতিষ্ঠায় ইতোমধ্যে বেশ সাড়া ফেলেছে আফগান সরকার।

তারই ধারাবাহিকতায় এবার সকল সরকারি দপ্তরে আফগানিস্তান ইলামি ইমারাতের সাদা রঙের কালেমার পতাকা উত্তোলনের নির্দেশনা জারি করেছে দেশটি।

সোমবার (২১ মার্চ) সরকারি এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশ জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, পূর্বের তিন রঙ বিশিষ্ট্য পতাকার পরিবর্তে আফগানিস্তান ইসলামি ইমারাতের পতাকা উত্তোলন করতে হবে।

উল্লেখ্য, আফগানিস্তানে তালেবানের ক্ষমতা গ্রহণের প্রায় ৬ মাস পর এই নির্দেশনা জারি করা হলো। এর আগে আফগান সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, টিভি অনুষ্ঠানগুলোতে বাদ্যযন্ত্রের পরিবর্তে তারানা ব্যবহার করতে হবে। টিভি উপস্থাপকদের পশ্চিমা পোশাকের পরিবর্তে আফগান শালীন পোশাক পরিধান করতে হবে।

সূত্র: ডেইলি জং