কন্যা সন্তানের বাবা হলেন গায়ক তপু
একুশে জার্নাল ডটকম
অক্টোবর ০২ ২০১৯, ১৩:৩৮

জনপ্রিয় গায়ক ও গীতিকার রাশেদ উদ্দিন তপু। এক পায়ে নূপুর তোমার গান দিয়ে দেশ মাতিয়েছেন তিনি।
এবার তিনি নতুন এক পরিচয় পেলেন। কন্যা সন্তানের বাবা হয়েছেন জনপ্রিয় এ সংগীতশিল্পী।মঙ্গলবার (১ অক্টোবর) রাজধানীর অ্যাপোলো হাসপাতালে কন্যার জন্ম দেন তপুর স্ত্রী নাজিবা। নবজাতকের নাম রাখা হয়েছে তরী। মা ও মেয়ে দুজনেই ভালো আছেন।
বাবা হওয়ার বিষয়টি নিশ্চিত করে তপু লিখেছেন, ‘আল্লাহর অশেষ রহমতে কন্যা সন্তানের বাবা হলাম। আমার স্ত্রীকে অভিনন্দন জানাই আমি। সেইসঙ্গে আমার কন্যার জন্য দোয়া চাই সবার কাছে।’
এর আগে ২০১২ সালের ২৪ আগস্ট বিয়ের বন্ধনে আবদ্ধ হন তপু ও নাজিবা সুলতানা।
একুশে জার্নাল/ইএম