৩০ নভেম্বর আয়েশা সিদ্দিকা রা. সিলেটে আসছেন সালমান মনসুরপুরী

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

নভেম্বর ১৭ ২০১৯, ০০:০৯

শায়খুল ইসলাম আল্লামা সায়্যিদ হোসাইন আহমদ মাদানী রাহ.’র দৌহিত্র, খলিফায়ে ফেদায়ে মিল্লাত রাহ., ভারতের শাহী মুরাদাবাদ মাদরাসার মুফতি ও মুহাদ্দিস আল্লামা মুফতি সায়্যিদ সালমান মনসুরপুরী দা.বা. এক সংক্ষিপ্ত দাওয়াতি সফরে আগামি ২১ নভেম্বর বাংলাদেশে আসছেন।
৩০ নভেম্বর শনিবার সিলেটের স্বনামধন্য বালিকা মাদরাসা জামেয়া আয়েশা সিদ্দিকা রা. জাহানপুর, মেজরটিলা সিলেটের উদ্যোগে সীরাতুন্নবী মাহফিলে প্রধান মেহমান হিসেবে বয়ান পেশ করবেন।
 
সকাল ৯টা থেকে অনুষ্ঠিতব্য সীরাতুন্নবী মাহফিলে সভাপতিত্ব করবেন জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বুরহান।
 
প্রধান মেহমান মুফতি সালমান মনসুরপুরীর বয়ান ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হবে।
 
উক্ত সীরাতুন্নবী মাহফিলে অংশগ্রহণ করার জন্য উলামায়ে কেরাম, ছাত্র-শিক্ষকসহ ধর্মপ্রাণ মুসলিম জনতার প্রতি আহ্বান জানিয়েছেন
জামেয়া আয়েশা সিদ্দিকা রা. সিলেটের মুহতামিম শায়খুল হাদিস মাওলানা মুখলিসুর রহমান রাজাগঞ্জী।
 
উল্লেখ্য, মুফতি সায়্যিদ সালমান মনসুরপুরী দা.বা. ২১ নভেম্বর বৃহস্পতিবার সকালে দিল্লি থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুভাগমন করে ২৭ নভেম্বর বুধবার পর্যন্ত ঢাকায় অবস্থান করবেন।
 
২৭ নভেম্বর দুপুরে ঢাকা থেকে বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।
 
১ ডিসেম্বর পর্যন্ত সিলেটে অবস্থান করে বিমানযোগে ঢাকা হয়ে সিরাজগঞ্জ ও টাঙ্গাইল সফর করবেন। ৩ ডিসেম্বর ঢাকা থেকে দিল্লির উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করবেন বলে ইন্তেজামিয়া কমিটি সূত্রে জানা গেছে।