SELTA ‘র উদ্দ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ১৬ ২০২২, ১১:০৩

Sylhet English Language Training Institutes Association( SELTA) এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল আজ শুক্রবার, (১৫ এপ্রিল) নগরীর হোটেল গ্রান্ড ভিউতে অনুষ্ঠিত হয়।
সংগঠনের প্রেসিডেন্ট এডভোকেট খালেদ চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারী সুলতান আহমদ এর পরিচালনায় উক্ত মাহফিলে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এইচ এম আব্দুল্লাহ। অন্যান্যদের অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৃটিশ কাউন্সিল, সিলেট’র সেন্টার হেড কফিল হোসাইন চৌধুরী, FACD-CAB সিলেট’র সভাপতি ফেরদৌস আলম, সহ-সভাপতি আতিকুর রেজা, FECAS এর সেক্রেটারী জাকির আলী। স্বাগত বক্তব্য রাখেন Anchor’s BD এর ব্যবস্থাপনা পরিচালক এডভোকেট মিজান মুন্না। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন মিনহাজ মিলাদ।
উল্লেখ্য এই ইফতার ও দোয়া মাহফিলে সিলেটের অর্ধশত ইংলিশ ল্যান্গুয়েজ ট্রেনিং ইন্সটিটিউট এর পরিচালকগণ উপস্থিত ছিলেন।