প্রিয়তমা – আহমদ উল্লাহ সিকদার
একুশে জার্নাল ডটকম
সেপ্টেম্বর ০৯ ২০১৯, ১৭:৪৮
তোমায় নিয়ে হৃদমাঝারে
হাজার স্বপ্ন জমা,
বলবো তোমায় মনের কথা
আছে যাহা দমা।
বসবো পাশে ধরবো দু’হাত
বলবো মনের কথা,
শুনবে তুমি অধীর মনে
ঝরবে কথার লতা।
আলতো হাওয়ায় উড়বে তোমার
এলোমেলো চুল,
নাকের ডগায় বসবে আসর
শালীন ঘ্রাণের কুল।
এক বিকেলে গোধূলিময়
করবো দু’জন পার,
চোখ বাঁধিয়ে দেবো তোমায়
ভালোবাসার হার।