ডাকসু কোনোভাবেই ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে পারে না: ছাত্র মজলিস কেন্দ্রীয় সভাপতি

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

সেপ্টেম্বর ২৭ ২০১৯, ১৭:৫৬

একুশে জার্নাল ডেস্ক: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের ২০১৯-২০ সেশনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদের প্রথম অধিবেশন আজ শুক্রবার সকালে পুরানা পল্টনস্থ দারুল খিলাফাহ মিলনায়তনে নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ তারিক বিন হাবীবের সভাপতিত্বে ও সেক্রেটারী জেনারেল মুহাম্মাদ উবায়দুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি ডাকসুর ধর্মভিত্তিক রাজনীতি বন্ধের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, ডাকসু হলো বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অধিকার ও স্বার্থরক্ষার একটি প্রতিষ্ঠান। সুতরাং ডাকসু কোনোভাবেই ধর্ম ভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে পারে না। তিনি বলেন, ধর্ম ও ইসলাম বাংলাদেশের মানুষের হাজার বছরের ইতিহাস ঐতিহ্য ও অনুভূতির সাথে সম্পৃত্ত। ছাত্রজনতার অনুভূতিতে আঘাত করে ডাকসুর মতো একটি জায়গাকে কলংকিত করবেন না।

অধিবেশনে ২০১৯-২০ সেশনের জন্য মুহাম্মদ সালাহ উদ্দীন সাকীকে প্রশিক্ষণ সম্পাদক, মুহাম্মদ লোকমান হোসাইনকে বায়তুলমাল সম্পাদক, মুহাম্মদ খালেদ সাইফুল্লাহকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, তারেক আহমদকে অফিস সম্পাদক, মুহাম্মদ রশীদ মুশতাককে ছাত্রকল্যান সম্পাদক, মুহাম্মদ আল মাহমুদ আতিককে শিক্ষা ও ক্যাম্পাস সম্পাদক করে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন করা হয়। অধিবেশনে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা হারুনুর রশীদ ভূইয়া, মাওলানা আব্দুর রহীম সাঈদ, মুফতি আতাউল্লাহ হোসাইনী। পরিষদ সদস্য তারেক আহমদ, মুহাম্মদ রশীদ মুশতাক, খালেদ সাইফুল্লাহ, আল মাহমুদ আতিক, লোকমান হোসাইন, কাজী ফাবাশ্বির, মাহদী হাসান জামাল প্রমূখ।