LEDP অনলাইন প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করলেন আইসিটি প্রতিমন্ত্রী

একুশে জার্নাল

একুশে জার্নাল

মে ১৭ ২০২০, ১৯:৪৪

শাহরিয়ার কবির রিমন: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের আওতায় লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের (এলইডিপি প্রজেক্ট ) প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

রবিবার (১৭ই মে) অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে সংযুক্ত প্রশিক্ষণার্থী, প্রশিক্ষক ও সংশ্লিষ্টদের নিয়ে তিনি এ প্রকল্পের উদ্বোধন করেন।

দেশের তরুণ-তরুণীকে আউটসোর্সিং বিষয়ে সক্ষমতা বৃদ্ধি করে মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে আইসিটি বিভাগের উদ্যোগে লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় Professional Outsourcing Training প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট এবং ডিজিটাল মার্কেটিং বিষয়ে ফাউন্ডেশন ও স্পেশালাইজেশন প্রশিক্ষণ প্রদান করা হবে। এ প্রকল্পের মাধ্যমে অনলাইনে প্রশিক্ষণের পাশাপাশি আউটসোর্সিং বিষয়ে প্রকল্পভিত্তিক কাজ করার সুযোগ থাকবে । পর্যায়ক্রমে দেশের ৬৪ জেলা থেকে ৪০ হাজার প্রশিক্ষণার্থী বিনামূল্যে ৫০ দিনব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করবে।

উল্লেখ্য, LEDP কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে একযোগে দেশব্যাপী প্রশিক্ষণার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন হয় । এরই ধারাবাহিকতায় প্রশিক্ষণার্থী নির্বাচনের মাধ্যমে অনলাইন প্রশিক্ষণ কার্যক্রমের ব্যবস্থা করা হয়েছে।