মৌলভীবাজারে খিদমাহ’র আলোচনা সভা ও দু’আ মাহফিল অনুষ্ঠিত

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

আগস্ট ১৮ ২০১৯, ০০:০৬

মুস্তাকিম আল মুনতাজ: “সৃষ্টির সেবায় স্রষ্টার সন্তুষ্টি” এই প্রতিপদ্যকে সামনে রেখে একঝাঁক মানবতাপ্রেমীদের নিয়ে গড়ে ওঠা সেবামূলক সংগঠন ‘খিদমাহ ব্লাড ব্যাংক’র ৪র্থ বর্ষে পদার্পন উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খিদমাহ ব্লাড ব্যাংক মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে শনিবার (১৭ আগস্ট) বিকালে মৌলভীবাজার শহরস্থ দিল্লি রেস্টুরেন্টের কনফারেন্স হলে খিদমাহ’র কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি ও জেলা শাখা পরিচালক মুস্তাকিম আল মুনতাজ’র সভাপতিত্বে ও খিদমাহ’র কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি ও জেলা শাখা পরিচালক জুবায়ের আহমদ জুবেলের সঞ্চালনায় আলোচনা সভা ও দুআ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খিদমাহ ব্লাড ব্যাংক’র প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান কফিল সাহেব, বিশেষ অতিথি ছিলেন খিদমাহ’র সেক্রেটারি জাহাঙ্গীর আলম, জয়েন্ট সেক্রেটারি মোঃ আবু বকর, আলেম ও মুহাদ্দিস মাওলানা শাহ মাহমুদুর রশীদ, খিদমাহ কুলাউড়া উপজেলা শাখার পরিচালক মোঃ জাবেদ আহমদ, আবাবিল সাংস্কৃতিক ফোরাম মৌলভীবাজার’র পরিচালক মাওলানা শাহ মিসবাহ।

অনুভূতি পেশ করেন খিদমাহর নির্বাহী সদস্য মাওলানা আহমদ হাসান খান, জেলা শাখার নির্বাহী সদস্য মাওলানা জুনাইদ আহমদ জুনেদ, হাসান মাহমুদ, মনিরুল ইসলাম জহির, আহমদ সামছুদ্দীন, মুজাহিদুল ইসলাম, মোঃ আব্দুল মুকিত, আতাউর রহমান রাহাত, সদস্য মোহাম্মদ ফজলে রাব্বী, আবু হানিফা প্রমূখ।

এছাড়াও জেলা শাখার সদস্যসহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিশেষে খিদমাহ ব্লাড ব্যাংক’র প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান কফিল সাহেবের মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

উল্লেখ্য যে, ২০১৬ সালের ১৩ আগস্ট খিদমাহ ব্লাড ব্যাংক’র যাত্রা শুরু হয়।