ইসলামী দাওয়া সংস্থা সিন্দুরপুর এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

আগস্ট ১৬ ২০১৯, ১৫:৩২

ইবরাহিম শওকত:

গত ১৪ আগস্ট ২০১৯, বুধবার সকাল ৯ টার সময় ফেনী দাগনভূঞা ১ নং ইউনিয়ন পরিষদ, সিন্দুরপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদে ইসলামী দাওয়া সংস্থা সিন্দুরপুর এর উদ্যোগে ওলামা, ত্বলাবা ও সুশীল সমাজের মাঝে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাইখুল হাদিস আল্লামা ফখরুদ্দিন সাহেব দামাত বারকাতুহুম, প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নিজের এসলাহ- সংশোধন এর সাথে সাথে সমাজ ও উম্মাহ এর এসলাহ এর জন্যও আলেম সমাজকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ইসলামী দাওয়া সংস্হা, সিন্দুরপুর এর আহ্বায়ক মাওলানা সাইদুর রহমান,সিন্দুরপুর মাদ্রাসার সিনিয়র শিক্ষক, মাওলানা জাকের উল্লাহ পাটোয়ারী, মুফতি আবুল কালাম, মুফতি মাহফুজুর রহমান, মাওলানা সাইফুদ্দীন কাসেমী (দা.বা),মাদানী ফাউন্ডেশন ঢাকার সম্মানিত সভাপতি মাওলানা জুবায়ের, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ রামপুরা,ঢাকা এর সেক্রেটারি মুফতি হোসাইন আহমদ জাবের (দা.বা.)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় সংগঠন ড়ুসাফের জয়েন্ট সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান (দা.বা.)সহ অনেক ওলামায়ে কেরাম, তলাবায়ে এজাম ও সুশীল সমাজ।