এক নজরে দারুল উলূম হাটহাজারী
একুশে জার্নাল ডটকম
সেপ্টেম্বর ১৬ ২০১৯, ২২:১২
নাম: আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম, হাটহাজারী, চট্টগ্রাম।
অবস্থান: বন্দরনগরী চট্টগ্রাম হতে ১৮ কি.মি. উত্তরে হাটহাজারী থানার পৌরসভাস্থ ফটিকা গ্রামে অবস্থিত।
স্থাপিত :১৩১৯ হিজরী মোতাবেক ১৯০১ ইং
প্রতিষ্ঠাতা :শাইখুল ইসলাম আল্লামা হাবীবুল্লাহ কুরাইশী রহ.
বর্তমান পরিচালক :শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমাদ শফী দা.বা.৷
হযরত বর্তমানে অত্র জামিয়ার শাইখুল হাদীসের গুরু দায়িত্ব-ও পালন করছেন ৷
বর্তমান সহযোগী মুহতামিম : বিশ্ব-খ্যাত হাদীস বিশারদ আল্লামা হাফেজ মুহাম্মদ জুনাইদ বাবুনগরী দা: বা: ৷
প্রথম ফাতাওয়া বিভাগের প্রধান মোজাদ্দেদে মিল্লাত, মুসলিহে উম্মত মুফতি আজম ফয়জুল্লাহ রহঃ
বর্তমান মুফতিয়ে আজম (সর্বোচ্চ প্রধান মুফতি): আল্লামা মুফতি আব্দুস সালাম দা: বা: ৷
বর্তমান ইফতা বিভাগীয় প্রধান : আল্লামা মুফতি নূর আহমদ দা: বা: ৷ হযরত বর্তমানে শিক্ষা বিভাগীয় প্রধানের গুরু দায়িত্ব -ও পালন করছেন ৷
শিক্ষাস্তর :
* তাহফিজুল কোরআন
* প্রাথমিক
* মাধ্যমিক
* উচ্চ মাধ্যমিক
* স্নাতক (ফজিলত/মেশকাত)
* স্নাতকোত্তর (দাওরায়ে হাদীস/তাকমীল)
* বিশেষত তাফসীরুল কুরআন,
* উলূমূল হাদীস,
* ফিকহ্ (ইসলামী আইন শাস্ত্র),
* তাজবীদ (ক্বেরাত) ,
* দাওয়াহ ও ইরশাদ,
* আরবী সাহিত্য ও দর্শন,
বাংলা সাহিত্য ও দর্শন বিভাগসহ উচ্চতর বিভাগসমূহে উচ্চতর জ্ঞানার্জনের ব্যবস্থা রয়েছে।
প্রতিষ্ঠাকালিন জামিয়ার সম্মানিত পৃষ্ঠপোষক মহোদয়ের নাম :
হাকিমুল উম্মাহ আল্লামা শাহ্ আশরাফ আলী থানভী রহ: ও মুসলেহে উম্মাহ আল্লামা শাহ্ জমির উদ্দিন রহ: ৷
জামিয়ার প্রতিষ্ঠাতা চার মহা মনিষীবৃন্দ :
১ – সমাজ সংস্কারক আল্লামা আব্দুল ওয়াহেদ বাঙ্গালী রহ: ৷
২ – সূফী সম্রাট আল্লামা সূফী মুহাম্মদ আজিজুর রহমান রহ: ৷
৩ – মুনাজিরে যমান আল্লামা আব্দুল হামীদ রহ:৷
৪ – শাইখুল ইসলাম আল্লামা মুহাম্মদ হাবিবুল্লাহ্ কোরাইশী রহ: ৷
প্রথম শিক্ষকদের মধ্যে রয়েছেন হযরত শাহ আফাজুদ্দীন রহ.
জামিয়ার সম্মানিত পরিচালক মহোদয়ের নাম ও জিম্মাদারীর সময়কাল :
১ – শাইখুল ইসলাম আল্লামা মুহাম্মদ হাবিবুল্লাহ্ কোরাইশী রহ: ৷
(পরিচালনার সময় ১৯০১ ইং— ১৯৪১ ইং)
২ – হাকিমুল ইসলাম আল্লামা শাহ্ মুহাম্মদ আব্দুল ওয়াহহাব রহ:। জম্ম : ১৮৯৪ ইং – মৃত্যু : ১৯৮২ ইং ৷
(পরিচালনার সময় ১৯৪১ ইং—– ১৯৮২ ইং)
৩ – সাইয়্যেদুল উলামা আল্লামা হামেদ রহ: ৷
(পরিচালনার সময় ১৯৮২ ইং—- ১৯৮৭ ইং)
৪ – ত্বাবিবুল উম্মাহ্ আল্লামা মুহাম্মদ হাফিজুর রহমান পীর সাহেব রহ: ৷
(পরিচালনার সময় : ০৬ মাস ৷ ১৯৮৬ সালের মাঝামাঝি সময়ে)
৫ – শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমাদ শফী দা.বা. ৷
(পরিচালনার সময় : ১৯৮৭ ইং —–২০১৯ ইং চলমান)
জামিয়ার শাইখুল হাদীসবৃন্দ নাম ও সময়কাল :
১ – বাংলার প্রথম শাইখুল হাদীস ইমাম আল্লামা সাঈদ আহমদ সন্দ্বিপী রহ: ৷
২ – ইমামুল মা’কুলাত ওয়াল মানকুলাত আল্লামা মুহাম্মদ ইব্রাহীম বলওয়ালভী রহ: ৷
৩ – জানসিনে কাশ্মিরী আল্লামা ইয়াকুব রহ: ৷
৪ – জমিরী কাননের উজ্জ্বল নক্ষত্র আল্লামা আব্দুল কাইয়ূম রহ: ৷
৫ -বাহরুল উলূম আল্লামা আব্দুল আজিজ রহ: ৷
৬ – মুফতিয়ে আজম আল্লামা আহমদুল হক রহ:।
৭ – শাইখুল ইসলাম আল্লামা শাহ্ আহমদ শফি দা: বা:।
জামিয়ার ইফতা বিভাগীয় প্রধানগণের নাম :
১ – আল্লামা মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহ্ রহ: ৷ জন্ম : ১৮৯২ ইং – মৃত্যু : ১৯৭৬ ইং
( ইফতা বিভাগীয় প্রধান ও মুফতিয়ে আজম বাংলাদেশ )
২ – আল্লামা মুফতি আহমদুল হক রহ: ৷
( ইফতা বিভাগীয় প্রধান ও মুফতিয়ে আজম বাংলাদেশ ) ৷
৩ – আল্লামা মুফতি নূর আহমদ দা: বা: ৷
( বর্তমান ইফতা বিভাগীয় প্রধান ) ৷
৪ – আল্লামা মুফতি আব্দুচ সালাম দা: বা: ৷
( বর্তমান মুফতিয়ে আজম বাংলাদেশ ) ৷
শিক্ষক ও কর্মচারী সংখ্যা : ১০০ জন
সর্বমোট ছাত্র সংখ্যা:৮০০০ জন
দাওরায়ে হাদীসের ছাত্র সংখ্যা : ২২০০জন
ফ্রি বোর্ডিং এর ছাত্র সংখ্যা: 4,700জন
বাৎসরিক সাধারণ ব্যয়:10,00,00,000/-(দশ কোটি টাকা মাত্র)
আয়ের উৎস : জনগনের চাঁদা ও সদকা দ্বারা পরিচালিত।
লিখেছেন মাওলানা জাকারিয়া নোমান ফয়জী।