করোনাভাইরাস: দেশেও আরও ২৪৬ জনের মৃত্যু

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

আগস্ট ০২ ২০২১, ১৯:০৫

করোনাভাইরাসে দেশে একদিনে আরও ২৪৬ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট ২১ হাজার ১৬২ জনের মৃত্যু হলো। এছাড়া নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১৫ হাজার ৯৮৯ জন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫৫ হাজার ৯৩৭ জনের। পরীক্ষা করা হয়েছে ৫৩ হাজার ৪৬২টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৮ লাখ ৪৩ হাজার ৮৮৫টি। মোট পরীক্ষার তুলনায় রোগী শনাক্ত হয়েছে ১২ লাখ ৮০ হাজার ৩১৭ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ২১ হাজার ১৬২ জনের।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৫ হাজার ৪৮২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ লাখ ৮ হাজার ৭৪৭ জন।

নতুন নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৯ দশমিক ৯১ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৩২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ঢাকা বিভাগের ৭৬৬০, ময়মনসিংহে ৬৯১, চট্টগ্রামে ৩৩১৫, রাজশাহীতে ৭২৪, রংপুরে ৫৭৫, খুলনায় ১৩৭৩, বরিশালে ৭৯৮, সিলেটে ৮৫৩ জন রয়েছেন।

এছাড়া মৃত্যু ২৪৬ জনের মধ্যে ১৩৭ জন পুরুষ এবং ১০৯ জন নারী। এদেরমধ্যে ঢাকা বিভাগের ৭৬, চট্টগ্রামে ৬৪, রাজশাহীতে ২২, খুলনায় ৩০, বরিশালে ১৬, সিলেটে ১৪, রংপুরে ১৪ এবং ময়মনসিংহে ১০ জন মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৪ হাজার ২৭৯ জন এবং নারী ৬ হাজার ৮৮৩ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১২২ জনের বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ৭১, ৪১ থেকে ৫০ বছরের ৩৩, ৩১ থেকে ৪০ বছরের ১৩, ২১ থেকে ৩০ বছরের ৪, ১১ থেকে ২০ বছরের ১ এবং ১০ বছরের কমবয়সী ২ জন মারা গেছেন।