প্রাইমারী শিক্ষার মতো কুরআনী শিক্ষাকেও শতভাগ বাধ্যতামূলক করা প্রয়োজন -প্রভাষক ফরিদ মিয়া

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ০৮ ২০১৯, ১৭:৫১

একুশে জার্নাল:: সরকারি প্রাইমারী শিক্ষা যেভাবে শতভাগ বাধ্যতামূলক করা হয়েছে, তেমনিভাবে মুসলিম অধ্যুষিত এই দেশে কুরআনী শিক্ষাকেও শতভাগ বাধ্যতামূলক করা প্রয়োজন বলে মন্তব্য করেছে সিলেট সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক ফরিদ মিয়া। ৮ মার্চ শুক্রবার আল হিকমাহ নূরানী মক্তবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

মক্তবের প্রতিষ্ঠাতা হাফিজ জুনেদ আহমদের পরিচালনায় ও সিলেট সিটি কর্পোরেশন সংরক্ষিত-০৪ আসনের মহিলা কাউন্সিলর জনাবা মাসুদা সুলতানা সাকির সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্বপ্ন রক্তদান ও সমাজকল্যাণ সংস্থার সদস্য জনাব রেদওয়ানুল করিম মাসুদ, বন্ধন যুব ভলান্টিয়ার গ্রুপের সভাপতি জনাব কামরুল ইসলাম, আবু বকর দীপু, শেখ আহসান কবির, মাহফুজুল হক, মেরাজুল ইসলাম, আবদুশ শাকুর শাহেল ও জাহাঙ্গীর রায়হান

অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আলকুরআন থেকে তিলাওয়াত করে মক্তবের ছাত্র ইমরান আহমদ। এরপর অতিথিদের সামনে প্রদর্শিত হয় আকর্ষণীয় শিশু-শিক্ষা প্রদর্শনী।

পরে মাসব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের হাতের পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ। মক্তবের পক্ষ অতিথিবৃন্দের হাতের উপহার তুলে দেয় ছাত্রছাত্রীরা।

পরিশেষে সভাপতির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।