AHR এর দিনব্যাপী লুটন শহরে প্রচারাভিযান

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুন ০১ ২০২৪, ২২:২৪

বিগত ৩০/০৫/২০২৪ বৃহস্পতিবার অ্যাসোসিয়েশন অফ হালাল রিটেইলার্স লুটন শহরে একটি সফল দিনব্যাপী প্রচারাভিযান পরিচালনা করেছে। যার লক্ষ্য ছিল স্থানীয় ব্যবসা এবং কমিউনিটির মধ্যে হালালের ব্যাপারে awareness সচেতনতা তৈরি করা। এই ইভেন্টে কমিউনিটির বিভিন্ন ব্যক্তিত্ব সহ স্থানীয় ইমামদের অংশগ্রহণ দেখা গেছে, যারা হালাল রিটেইলারদের প্রদত্ত লক্ষ্যকে সমর্থন করেছেন।

প্রচারাভিযানটি পরিচালিত হয় AHR এর চেয়ারপার্সন মাওঃ আব্দুল আহাদ, ট্রেজারার মাওঃ হুসাইন আহমেদ, ডিরেক্টর মাওঃ আমিরুল ইসলাম ও হাফিজ আব্দুল হকের নেতৃত্বে।

পুরো দিন জুড়ে AHR প্রতিনিধিরা স্থানীয় ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করেন, হালাল অনুশীলনের গুরুত্ব সম্পর্কে জোর দেন। এবং হালাল রিটেইলারদের মধ্যে ধর্মীয় আদর্শকে জাগ্রত করার অনুভূতি তৈরি করেন। স্থানীয় কমিউনিটি উৎসাহ এবং সমর্থনের সাথে সাড়া দিয়ে, AHR এর প্রচেষ্টায় অনুপ্রেরণা খুঁজে পায়।

AHR যুক্তরাজ্যের ব্যবসায়ী আলেমদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। যার লক্ষ্য দেশজুড়ে হালাল অনুশীলন প্রচার করা। এই সংগঠনটি ভোক্তা এবং বিক্রেতাদের মধ্যে হালালের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে ব্রিটেনের বিভিন্ন শহরে কাজ করে যাচ্ছে।