সুনামগঞ্জের ছাতকে ব্যবসায়ীদের নিয়ে ইউপি চেয়ারম্যানের সতর্কতামূলক সভা অনুষ্ঠিত
একুশে জার্নাল ডটকম
এপ্রিল ১৩ ২০২০, ১৯:৪১
সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের চানপুর বাজারের সকল ব্যবসায়ীদের নিয়ে চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালিক রাজা আজ বিকাল ৫:০০ ঘটিকার সময় ব্যবসার সতর্কতামূলক সভা করেন।
তিনি সকল ব্যবসায়ীদের কে বলেন আপনারা নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পণ্যের অতিরিক্ত রাখতে পারবেনা।সরকারের নির্দেশনা মোতাবেক প্রশাসন সব সময় নজদারী করছে। বেশী দামে পণ্য বিক্রি প্রমানিত হলে জরিমানা সহ বিভিন্ন দণ্ডে দন্ডিত হতে হবে।তিনি আরও বলেন বিশ্বের বর্তমান পরিস্থিতি মোকাবেলা করতে সরকার ব্যাপকভাবে চেষ্টা করে যাচ্ছে।নিজে সতর্ক থাকা,অন্যকে সতর্কবার্তা পৌছে দেওয়া।কাচামালের দোকান ও মুদি দোকান বিকাল ৫ঘটিকায় রাখতে সকলের প্রতি অনুরোধ জানান।
দুসাটার থাকলে একটি পুরোপুরি বন্ধ ও অন্যটিকে অর্ধনমিত রাখতে হবে।একসাথে দুজন কাস্টমার ঢুকতে দিবেন না। আমরা যারা ব্যবসা করি মানবিকতার প্রতি খেয়াল রাখবেন।কেননা খেটে-খাওয়া মানুষের কাছ থেকে বেশি দামে পণ্য বিক্রি করা মানে তাদের রক্ত চোষে খাওয়া।