মাওলানা মুশতাক গাজীনগরী হত্যাকাণ্ডের প্রতিবাদে উত্তাল ওসমানীনগর: দ্রুত বিচার দাবি
একুশে জার্নাল ডটকম
সেপ্টেম্বর ০৭ ২০২৫, ২১:৫৮

ওসমানীনগর, সিলেট: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য ও সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী হত্যার প্রতিবাদে সিলেট জেলার ওসমানীনগরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুই দিন নিখোঁজ থাকার পর শুক্রবার সকালে দিরাই উপজেলার শরিফপুরে সুরমা নদী থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়, যা এই কর্মসূচির মূল কারণ।
রবিবার (৭ সেপ্টেম্বর) বাদ আসর গোয়ালাবাজারে আয়োজিত এই প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ওসমানীনগর উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা সৈয়দ আবু আহমদ, এবং সভা পরিচালনা করেন সহ-সভাপতি মাওলানা হাফিজ আব্দুস সালাম। হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও বিচার দাবি
সমাবেশে বক্তারা সাম্প্রতিক খুন-গুমের ঘটনার তীব্র নিন্দা জানান। তারা বলেন, “২০২৪-এর গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে আমরা খুন, গুম আর ‘আয়নাঘরের’ মতো অপ-রাজনীতি দেখতে চাই না। এই সময়ে এসেও এমন ঘটনা রাষ্ট্রের ব্যর্থতারই জানান দেয়।” বক্তারা অবিলম্বে মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং ন্যায্য বিচার নিশ্চিত করার দাবি জানান।
সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ এই প্রতিবাদ সমাবেশে বিভিন্ন রাজনৈতিক ও ইসলামিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন, মাওলানা কাজী আমিন উদ্দিন, সিলেট জেলা দক্ষিণ জমিয়তের সাংগঠনিক সম্পাদক
হাফিজ সৈয়দুর রহমান চৌধুরী, খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মু’তাসিম বিল্লাহ জালালী, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুস্তফা আহমদ, ওসমানীনগর উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক, ওসমানীনগর উপজেলা জমিয়ত মাওলানা ইমরান খান, যুগ্ম সাধারণ সম্পাদক, ওসমানীনগর উপজেলা জমিয়ত
মাওলানা ইমদাদুর রহমান, সাবেক সভাপতি, ইসলামি আন্দোলন ওসমানীনগর উপজেলা শাখা মাওলানা সাইফুদ্দীন মাজমুন, ছাত্রকল্যান সম্পাদক খেলাফত মজলিস,ওসমানীনগর উপজেলামা ওলানা ইমদাদুর রহমান, সাংগঠনিক সম্পাদক, ওসমানীনগর উপজেলা জমিয়ত মাওলানা মাহমুদ হুসাইন, প্রচার সম্পাদক, ওসমানীনগর উপজেলা জমিয়ত হাফিজ মনসুর আহমেদ, যুব জমিয়ত সিলেট জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা ডা. হাবিবুর রহমান জাহান, বাংলাদেশ খেলাফত মজলিস ওসমানীনগর উপজেলা শাখার সভাপতি হাফিজ আব্দুল হাই শিহাব, ওসমানীনগর উপজেলা যুব জমিয়ত সভাপতিমাওলানা রুহুল আমীন, সাধারণ সম্পাদক, ওসমানীনগর উপজেলা যুব জমিয়ত হাফিজ আব্দুল কুদ্দুস, সহ-সাংগঠনিক সম্পাদক, ওসমানীনগর উপজেলা জমিয়ত মাওলানা মঈনুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক, ওসমানীনগর উপজেলা জমিয়ত মাওলানা মকবুল হুসাইন, সহ-অর্থ সম্পাদক, ওসমানীনগর উপজেলা জমিয়ত মাওলানা মঈনুল ইসলাম মশকুর, যুব মজলিস ওসমানীনগর উপজেলা সভাপতি মো. নুর উদ্দিন আহমদ, জমিয়ত নেতাহাফিজ মুহসিন ফরিদী, যুব জমিয়ত ওসমানীনগর উপজেলা শাখার সহ-সভাপতি আনোয়ারুজ্জামান আনা, শ্রমিক জমিয়ত নেতা মাওলানা আবু ইউসুফ শিবলী, খেলাফত মজলিস নেতা হাফিজ সাইম আহমদ, ছাত্র জমিয়ত ওসমানীনগর উপজেলা সভাপতি মাওলানা হাম্মাদ আহমদ, ছাত্র জমিয়ত ওসমানীনগর উপজেলা সাধারণ সম্পাদক প্রমুখ।