খেলাফত মজলিস গোয়ালাবাজার ইউনিয়ন শাখার নতুন কমিটি গঠন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

আগস্ট ১৬ ২০২৫, ১৬:৪১

সিলেটের ওসমানীনগর উপজেলার ২নং গোয়ালাবাজার ইউনিয়ন শাখা খেলাফত মজলিসের নতুন কমিটি গঠন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বাদ জুমআ স্থানীয় রাজভোজন রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে অনুষ্ঠিত এক বৈঠকে সর্বসম্মতিক্রমে মুফতি ইমদাদুল হক ফয়েজীকে সভাপতি এবং সেলিম উদ্দীনকে সাধারণ সম্পাদক মনোনীত করে ২০২৫-২৬ সেশনের জন্য কমিটি পুনর্গঠন করা হয়।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস ওসমানীনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা শুয়াইব আহমদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি জয়নাল আবেদীন এবং সহ-সভাপতি আজমল হোসাইন।

নতুন কমিটির দায়িত্বশীলরা হলেন সহ-সভাপতি জিয়াউর রহমান, মাওলানা ফজলুর রহমান ও মাওলানা বদরুল আলম; সাধারণ সম্পাদক সেলিম উদ্দীন; সহ-সাধারণ সম্পাদক হাফিজ মিসবাহ উদ্দিন; সাংগঠনিক সম্পাদক সুহাইল আহমদ; সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ আলী নুর আকবর; বায়তুলমাল সম্পাদক আব্দুস সালাম; যুব বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুস সালাম সাব্বির এবং শাখা তত্ত্বাবধায়ক মুহাম্মদ আফজাল হোসাইন।

নতুন নেতৃত্ব ঘোষণার পর অতিথিবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটি আন্তরিকতা, ঐক্য ও নিষ্ঠার সাথে ইসলামী আদর্শ বাস্তবায়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।